Dell ল্যাপটপ এ কিভাবে নতুন র‍্যাম লাগাবো ?

প্রশ্ন উত্তরCategory: সাধারণDell ল্যাপটপ এ কিভাবে নতুন র‍্যাম লাগাবো ?
Amir Khan asked 7 years ago

ভাই, আমি ল্যাপটপ নতুন র‍্যাম লাগাবো কিন্তু কিভাবে লাগাবো বুঝতেছি না


1 Answers
Md Shariar Sarkar Staff answered 7 years ago

RAM এরটি হার্ডওয়ার । এটি আপনার ল্যাপটপে লাগাতে গেলে আপনার ল্যাপটপ এর পিছনের ঢাকনা খুলতে হবে । তার পর দেখবেন যে এক জায়গায় একটি র‍্যাম লাগানোই আছে । সেটার ই উপরে কিংবা পাশে পাবেন আর একটি র‍্যাম  এর স্লট । সেখানে লাগাতে হবে র‍্যাম   ।


তবে আপনার ল্যাপটপ যেখান থেকে নিয়েছেন তাদের সাথে যোগাযোগ করা কিংবা যারা হার্ডওয়ারে কাজ করে তাদের সাথে যোগাযোগ করা ভালো হবে । কারন আপনি চাইলেই যেকোন র‍্যাম  লাগাতে পারবেন না আপনার ল্যাপটপ এ  । কারন এক এক মেশিনের র‍্যাম  এর বাস প্সিড এক এক রকম হয় । আবার সেটি DDR 2, DDR 3 নাকি DDR 4 সেটাও দেখার বিষয় ।

Your Answer

19 + 0 =

error: Content is protected !!