দৈনন্দিন জীবনে বায়ুর ব্যবহার বর্ণনা কর।

প্রশ্ন উত্তরCategory: সাধারণদৈনন্দিন জীবনে বায়ুর ব্যবহার বর্ণনা কর।
Abdullah Al Faroque Staff asked 7 months ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 7 months ago

বায়ুর ব্যবহারঃ

দৈনন্দিন জীবনে মানুষ নানারকম কাজে বায়ু ব্যবহার করে। নিম্নে সেগুলো উল্লেখ করা হলোঃ


  • ফুটবল, গাড়ি, রিকসা কিংবা সাইকেলের টায়ার প্রভৃতি ফোলানোর জন্য মানুষ বায়ু ব্যবহার করে।
  • বায়ুর উপাদানগুলোকে ব্যবহার করে শ্বাসকষ্টের রোগী, ডুবুরি ও পর্বতারোহীকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়।
  • ইউরিয়া সার তৈরি করতে, প্যাকেট বা টিনের কৌটায় বিভিন্ন খাদ্যদ্রব্য যেমন- মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণ করতে বায়ুর নাইট্রোজেন ব্যবহার করা হয়ে থাকে।
  • বিভিন্ন রকমের কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব ধরে রাখতে কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়।
  • এমনকি আগুন নেভানোর জন্যও কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়ে থাকে।

এভাবে মানুষের দৈনন্দিন জীবনে বায়ু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

Your Answer

17 + 8 =

error: Content is protected !!