মানুষ সাদা ও কালো কেন হয় ?

প্রশ্ন উত্তরCategory: সাধারণমানুষ সাদা ও কালো কেন হয় ?
Rahim asked 5 years ago

আচ্ছা কিছু মানুষ আছে সাদা এবং কিছু কালো এর কারণ কি? 


4 Answers
Imran Hossain answered 5 years ago

মানুষ সাদা হবে না কালো হবে এই বিষয়টি সম্পর্ন নির্ভার করে তার দেহের মধ্যে মেলানিন উপাদান কত খানি থাকে এই উপর । এক কথায় মেলানিন এর কারণে মানুষ সাদা এবং কালো বর্ণের হয়ে থাকে । মেলানিন যার শরীরে বেশি থাকবে সেই ব্যক্তি বেশি সাদা হবে আর মেলানিন উপাদান যে ব্যক্তির শরীলে কম থাকবে সেই ব্যক্তি কালো হবে । যেমন নাইজেরিয়ার মানুষ দেখতে বেশ কালো আবার চিন দেশের মানুষ এর রং সাদা । এর মুল কারণ হচ্ছে, দেহের মধ্যে মেলানিন এর পরিমান কম বেশি থাকার কারণে মানুষ ত্বক এই ধরনের হয় ।
 


Nishapru Marma answered 2 years ago

মেলানিন কি দেহের কোন অংশের ভুমিকা রাখে?


Abdur Rahim answered 2 years ago

মানুষের ত্বকে অনেক উপাদান রয়েছে তার মধ্যে একটি হচ্ছে মেলানিন। মানুষের গায়ের রঙ সাধারণত এটির কারণে নির্ধারিত হয়ে থাকে।
মেলানিনের উপস্তিতির কারণে মানুষের গায়ের রঙ মূলত কালো বা সাদা হয় । এর কম বেশি থাকার উপরই নির্ভর করে একজন মানুষ কালো হবে না সাদা হবে ।
যেমনঃ আফ্রিকার মানুষগুলোর শরীরে মেলানিন ও থাকে বেশি, তাদের গায়ের রঙ ও কালো বেশি।
যার শরীরে মেলানিন বেশি থাকে, সে তত বেশি কালো হয়। যার শরীরে কম থাকে সে তত ফর্সা হয় ।
সেসব অঞ্চলের মানুষ বেশি কালো, যেসব অঞ্চলে সূর্যের তাপ বেশি পড়ে । যেখানে সূর্যের তাপ কম পড়ে, সেখানে সেখানের মানুষ কম কালো।


কারণ, সূর্যে থাকে অতি বেগুনি রশ্মি, যা ঠেকাতে মেলানিন প্রয়োজন হয়। তাই, যেসব অঞ্চলে সূর্যের তাপ বেশি পড়ে, সেসব অঞ্চলের মানুষের গায়ে অতি বেগুনি রশ্মি ও পড়ে বেশি। আর সেই বেশি পরিমাণ অতি বেগুনি রশ্মি ঠেকাতে মেলানিন ও বেশি-ই প্রয়োজন হয়। তখন মেলানিন ও বেশি উৎপন্ন হয়। ফলে, মেলানিন বেশি হয়ে যাবার কারণে ওই অঞ্চলের মানুষ বেশি কালো হয়।
অপরদিকে বরফ-পড়া দেশগুলোতে অর্থাৎ যে সব দেশে সূর্যের তাপ কম পড়ে, সেসব অঞ্চলের মানুষের গায়ের রঙ সাদা।
কারণ সেখানে সুর্যের তাপ কম, ফলে অতিবেগুনী রশ্মি কম। আর কম অতিবেগুনী রশ্মি ঠেকাতে কম মেলানিন লাগে। ফলে ওই সব অঞ্চলের মানুষের শরীরে কম মেলানিন উৎপন্ন হয়। যেহেতু মেলানিন কম তাই তারা সাদা বেশি।

আর আমাদের বাংলাদেশের মত দেশগুলোতে সাধারণত মানুষের গায়ের রঙ শ্যামলা প্রকৃতির ।

কারণ এখানে গরমকালে যেমন সুর্যের তাপ বেশি তেমনি শীতকালে সুর্যের তাপ কম। তাই মেলানিন এর গড় ভারসাম্য বজায় থাকে।

ফলে এদেশের মানুষ খুব বেশি বরফ-পড়া দেশগুলোর মত ফর্সাও না আবার আফ্রিকার দেশগুলোর মত কালোও না । মাঝামাঝি প্রকৃতির অর্থাৎ শ্যামলা প্রকৃতির।

অন্যান্য নিউজ –
গ্রাহক পণ্য পেলে টাকা পাবে ই-কমার্স প্রতিষ্ঠান
জীবনের গুরুত্বপূর্ণ কিছু কথা ( সংগৃহীত)
পাপু গোমেজের গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
সাধারণ জ্ঞান (পার্ট ১)

Sourav answered 1 year ago

এটি মূলত জিনের কারণে হয়ে থাকে।


Your Answer

15 + 16 =

error: Content is protected !!