সন্তানের পিতৃত্ব বা মাতৃত্ব নিয়ে বিরোধ সৃষ্টি হলে DNA টেস্ট দ্বারা বিরোধ নিষ্পত্তি করা যায়। এ জন্য পিতা, মাতা ও সন্তানের মুখগহবর থেকে কটন ‘বাড’ এর মতো বিশেষ এক ধরনের ব্যবস্থা দ্বারা মুখের ঝিল্লির (মিউকাস) পর্দা নেওয়া হয়।
তারপর গবেষণাগারে DNA- এর নমুনা বিশ্লেষণ করে পিতা, মাতা ও সন্তানের DNA নমুনার জন্য আলাদা আলাদা DNA প্রোফাইল তৈরি করা হয়। এর সন্তানের DNA এর চিত্র পিতার DNA চিত্রের সাথে মিলানো হয়। সন্তানের সাথে সর্বাধিক মিল সম্পন্ন ব্যক্তিকেই সেই সন্তানের জৈব পিতা (Biological Father) অর্থাৎ প্রকৃত পিতা হিসেবে গণ্য করা হয়।