GI কি?
GI এর পুর্ণ রুপ হচ্ছে Geographical Indication যার অর্থ হচ্ছে ভৌগলিক নির্দেশক । GI একটি প্রতিক বা চিহ্ন যা নির্দিষ্ট একটি পন্যের জন্য ব্যবহার করা হয় এবং সেটি একটি নির্দিষ্ট ভৌগলিক এলাকার পন্যের পরিচিতি বহন করে ।
বাংলাদেশের ও GI পন্য আছে ৯ টি । এবং আরো বেশ কিছু পন্য GI ভুক্ত হবার অপেক্ষায় আছে ।
বাংলাদেশের GI পন্য গুলো হলো
- জামদানি শাড়ী
- বাংলাদেশের ইলিশ
- চাঁপাইনবাবগঞ্জের খিরশাপাত আম
- ঢাকাই মসলিন
- রাজশাহী সিল্ক
- বিজয়পুরের সাদা মাটি
- দিনাজপুর এর কাটারীভোগ ধান
- বাংলাদেশের কালিজিরা ধান
- রংপুরের শতরঞ্জি