কিভাবে আমি Google এর Find My Phone ব্যবহার করবো ? আমার ফোন হারিয়ে গেলে কি এটির সাহায্যে খুজে পাওয়া যাবে ? ধন্যবাদ
অ্যান্ড্রয়েড ফোনের একটি কার্যকরী সার্ভিস এই Google এর Find My Phone সার্ভিস । আপনার ফোনে Find My Device চালু করে রাখুন এখন ও যদি না করে রাখেন ।
চালু করার ধাপ গুলো
ফোন সেটিংস এ যান
Settings > Google > Find My Device
সার্ভিস টি অন করে রাখুন ।
গুগল ফাইন্ড মাই ডিভাইস কিভাবে কাজ করে ?
এই সার্ভিস টি ফোনের জিপিএস ব্যবহার করে গুগলের সার্ভারে ফোনের সর্বশেষ অবস্থান আপলোড করে রাখে । পাশাপাসি সার্ভিস টি ইন্টারনেট ও ব্যবহার করে একুরেসির জন্য ।
কিভাবে খুজে পাবো ফোন ?
আপনার ফোন টি হারিয়ে যাবার পর যদি চালু থাকে, কিংবা কখন ও চালু হয় (এবং এর সফটও্য়ার নতুন করে না দেয়া হয়), সেটার অবস্থার আপনি সেই ফোনের Google Account ব্যবহার করে বের করতে পারবেন ।
ওয়েব ব্রাউজার এ ফোনের ব্যবহৃত ইমেইল (gmail) টি দিয়ে লগইন করুন ।
এর পর যান https://www.google.com/android/find এ । এখানে যাবার সাথে সাথে আপনার ফোনকে অনলাইনে পেলে সে সেটিতে সাউন্ড প্লে করবে ।
যদি চুরি হয়ে যাব, তাহলে অবস্থান দেখে খোজার চেষ্টা করতে পারেন । আর আপনি চাইলে ERASE DEVICE ব্যবহার করে রাখতে পারেন । এতে করে নেক্সট টাইম ফোন টি অনলাইনে এলেই ফোন টি ফরম্যাট হয়ে যাবে ।