iPhone হচ্ছে অ্যাপেল ইনকর্পোরেটেড দ্বারা নির্মিত একটি আধুনিক ইন্টারনেট ও মাল্টিমিডিয়া সংযুক্ত স্মার্টফোন। অ্যাপেল অবমুক্ত করেন অ্যাপেলের সাবেক সিইও স্টিভ জভস ৯ জানুয়ারি ২০০৭ তারিখে।
iPhone বাজারজাতকরন শুরু হয় ২৯ জুন ২০০৭ তারিখে।
iPhone একটি Apple Inc এর প্রডাক্ট যা আসলে একটি স্মার্ট ফোন এবং হালের জনপ্রিয় মোবাইল ডিভাইস গুলোর মধ্যে একটি । এটি প্রথম June 29, 2007 তে মার্কেটে আসে এবং তৈরি করা হয় Steve Jobs এর দিক নির্দেশনায় ।
এটির প্রাথমিক ধারনা আসে ২০০০ সাথের দিকে John Casey এর মাধ্যমে এবং প্রথম দিকে এর নাম কল্পনা করা হয় Telipod. সে সময় Apploe এর iPod বেশ জনপ্রিয় এবং iPod এর সাথে Telephone এর করে একটি উন্নত ডিভাইস ই সেসময় কল্পনা করা হয়েছিল । আর পরবর্তিতে তা iPhone এ রুপ নেয় ।
তথ্য সুত্র
https://en.wikipedia.org/wiki/IPhone
https://www.thoughtco.com/who-invented-the-iphone-1992004