Me Be Voolkup

Md polash asked 7 years ago
  1. দুরুন একটা কলমে নিদিষ্ট কিছু লেখে ছাড়া আর কিছু চাইলেও লেখতে পারবো না ,এমন একটা সিষ্টাম টা কি আমি জানতে চাই?


1 Answers
Md Shariar Sarkar Staff answered 7 years ago

আপনি বোধহয় চাচ্ছেন Excel এ Data Validation.  তো যদি তাই হয়ে থাকে তাহলে ধরি যে আপনি আপনার এক্সেল সিটের A1 থেকে A10 পর্যন্ত সেল গুলোতে টেক্সট ছাড়া কোন নাম্বার লিখতে দিবেন না । প্রথমেই A1 থেকে A10 পর্যন্ত সেল গুলো সিলেক্ট করে নিন। তো এক্সেল ওপেন করে রিবোনের Data থেকে Data Validation এ যান, নিচে ছবি দেয়া হল


excel data validation

excel data validation

তো এক্সেলের Data Validation ক্লিক করলে নিচের মতো আসবে ।

Data Validation Settings

Data Validation Settings

এবার Settings থেকে Allow এর Drop Down এ ক্লিক করে Custom এ ক্লিক করুন । দেখবেন যে Formula লিখবার একটি ঘর চলে এসেছে ।

Formula for Custom Data Validation in Excel

Formula for Custom Data Validation in Excel

এবার সে ফরমুলার ঘরে লিখুন =ISTEXT(A1:A10) এবং OK তে ক্লিক করুন । এবার A1 থেকে A10 সেল গুলোর যেকোন একটিতে নাম্বার কিংবা টেক্সট ছাড়া অন্য কিছু লিখে দেখুন কি হয় ।

Your Answer

5 + 5 =

error: Content is protected !!