ভাই, page number ত দিতে পারি। কিন্তু বাংলায় কিভাবে পেজ নাম্বার দেবো?
মাইক্রোসফট ওয়ার্ডে বাংলায় পেজ নাম্বার দেওয়ার জন্য প্রথমে আপনি আপনার মাইক্রোওয়ার্ড থেকে Insert মেনু ক্লিক করে সেখান থেকে ইংলিশে page Number সিলেক্ট করুন । আমি আমার ক্ষেত্রে microsoft word 2013 ব্যবহার করে আলোচনা করছি ।

select number
পেজ নাম্বার সিলেক্ট করার পর উপরের ছবিটির নিচের মতো 1 লেখা চলে আসবে । এবার সেই 1 লেখা সংখ্যাটি সিলেক্ট করে নিন।

select sutonnyMJ font
1 সংখ্যাটি সিলেক্ট করার পর এবার মাইক্রোসফট ওয়ার্ড থেকে Home লেখা অপশনে ক্লিক করুন । Home এ ক্লিক করার পর নিচের দিকে বেশ কিছু সাব-মেনু দেখা যাবে । এবার সেখান থেকে 2 নাম্বার লেখা অংশে ক্লিক করে, SutonnyMJ লেখা ফন্ট সিলেক্ট করুন । SutonnyMJ সিলেক্ট করার পর উপরে লাল মার্ক করা অংশে মতো বাংলায় ১ লেখা নাম্বার চলে আসবে ।