Ms Word এ Drop Cap এর কাজ কি?

Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

Drop Cap:

আমরা কোন একটি বই অথবা ম্যাগাজিন পড়ার সময় লক্ষ্য করি যে, প্রথম অক্ষরটি বেশ কয়েকটি লাইন জুড়ে জায়গা দখল করে আছে।  সাধারণত কোন একটি অনুচ্ছেদের লেখার প্রথম অক্ষরটি দুই, তিন অথবা একাধিক লাইন বিশিষ্ট করার জন্য Drop Cap ব্যবহার করা হয়। Drop Cap করার জন্য আমরা Ms Word এর একটি File Open করি। যে অক্ষরটি দুই অথবা তিন লাইন বিশিষ্ট করা হবে সেটি Select করে নেই। এবার  Mouse Pointer দিয়ে Insert থেকে Drop Cap→Drop Cap Option এ Click করি (চিত্র ১.১)।


Drop Cap Option

Drop Cap Option

চিত্র ১.১

এরপর Dropped- এ Click করার পর Ok তে Click করি (চিত্র ১.২)।

Dropped Option

Dropped Option

চিত্র ১.২

নিচের চিত্রটিতে Drop Cap এর মাধ্যমে একটি অক্ষরকে তিন লাইন বিশিষ্ট করা হয়েছে (চিত্র ১.৩)।

Dropped Option Indicate

Dropped Option Indicate

চিত্র ১.৩

Keyboard এর সাহায্যেও এ কাজটি সম্পাদন করা যায়। যেমন- অনুচ্ছেদের প্রথম অক্ষরটি Select করার পর Alt → N → RC → D → Right Arrow Key → Enter Press করি।

MS Office 2010 বা পরের ভার্সন গুলোর জন্য দেখে নিন Drop Cap

Your Answer

20 + 12 =

error: Content is protected !!