NOC মানে কি ? NOC কখন নেয় ?

প্রশ্ন উত্তরCategory: সাধারণNOC মানে কি ? NOC কখন নেয় ?
Fahim asked 6 years ago

NOC কি জানতে চাই 


4 Answers
Md Shariar Sarkar Staff answered 6 years ago

NOC মানে কি ?

NOC এর মানে বলতে আসলে পূর্ণরুপ  কি সেটা জানাই । এর দুটি কিংবা তার অধিক ও হতে পারে ।
1. NOC = network operations center
2. NOC = no objection certificate
আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ২য় টা ই বেশি ব্যবহার হয় ।
NOC পূর্ণরুপ  no objection certificate বা অনাপত্তি পত্র ।


NOC কখন নেয় ?

সাধারনত এক প্রতিস্ঠান থেকে অন্য প্রতিষ্ঠান এ চাকরি করতে গেলে আগের প্রতিস্ঠানের কাছ থেকে NOC বা অনাপত্তি পত্র নিতে হয় । একই ভাবে দেশের বাইরে যেতে হলে কিছু কিছু ক্ষেত্রে NOC বা অনাপত্তি পত্র নিতে হয় ।

MD. MEHEDI answered 5 years ago

পাসপোর্ট তৈরি করতে NOC লাগবে এটা পাব কোথায়


Md Shariar Sarkar Staff replied 5 years ago

আপনি কোন ধরনের প্রতিস্ঠান এ চাকরি করেন তার উপর নির্ভর করে । আপনার উর্ধতন কর্মকর্তা কিংবা HR Department এ যোগাযোগ করে দেখুন ।

Nahid Mrridha answered 4 years ago

কেউ যদি কোনো প্রতিষ্ঠানেই চাকরি করে না স্বাভাবিক কোনো কর্ম করে যেমন একজন সিএঞ্জি এর ড্রাইভার তাহলে সে বা তার পরিবার যদি দেশের বাইরে ভ্রমণ অথবা চিকিৎসার জন্য যাবে তখন কিভাবে এনওছি পাওয়া যাবে


Md Shariar Sarkar Staff replied 4 years ago

সবার ক্ষেত্রেই যে NOC লাগে, বিষয় টা এমন নয় । যেমন ধরুন ধরুন যিনি কৃ্ষি কাজ করেন কিংবা যিনি নিজেই নিজের ব্যবস্যা চালান, তাদের ক্ষেত্রে তো আর এনওসি দেবার মতো কেই নেই না।

তখন তারা যদি ভিসার জন্য অ্যাপ্লাই করে, তাহলে তাদের প্রফেশনের পক্ষে কাগজ জমা দিতে হতে পারে । যেমন ধরুন, জিনি কৃষক, তার ক্ষেত্রে তার জমির পর্চা বা এমন কাগজ যাতে তার নাম আছে । কিংবা জিনি নিজেই নিজের ব্যবস্যা চালান, তার ক্ষেত্রে তার ব্যবস্যার ট্রেড লাইসেন্স ।

আর একজন সিএঞ্জি এর ড্রাইভার যদি নিজেই সিএঞ্জির মালিক হন, তাহলে সেই সিএঞ্জির কাগজপত্র ।

*** পেশার প্রমাণপত্র : চাকুরীদাতার কাছ থেকে সনদ। শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান এর আইডি কার্ড এর অনুলিপি সংযুক্ত করতে হবে, অবসরপ্রাপ্ত ব্যক্তির অবসরপ্রাপ্ত কাগজপত্র, বিজনেস ব্যক্তির বাণিজ্য সনদপত্র প্রয়োজন

Akash answered 2 years ago

30


Your Answer

11 + 7 =

error: Content is protected !!