প্রশ্ন যখন দুই টা, এক কথায় উত্তর তখন একটু কস্ট কর 🙂 যাই হোক, পি এইচ পি কি এবং পিএইচপি -র কাজ কি
PHP কি?
PHP একটি Server Based Programming Language. পিএইচপি ফ্রি হওয়ার এর ব্যবহার দিনে দিনে বেড়েই চলেছে । PHP এর শুরুর দিকে পুরা রুপ ছিল Personal Home Page, আর এখন সেটি HyperText Pre-Processor. PHP OOP ( Object Oriented Programming ) হওয়ায় এটি দিয়ে অনেক বড় বড় ওয়েব এপ্লিকেশন ও করা হচ্ছে । সবার পরিচিত ফেসবুক PHP দিয়েই করা
PHP -র কাজ কি?
এর মুল কাজ HyperText Process করা। হাইপার টেক্সট বলতে আসলে HTML, XML, CSS JS এই গুলোকে বোঝানো হচ্ছে। PHP Server Based Programming Language হওয়ায় এটি সার্ভারে ডিসিশন নেয় যে কাকে কোন পেজ পাঠাবে। লগইন এর সময় যে ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করা হয়, সেগুলোর ভেলিডেশন, ডাটাবেজের সাথে কানেক্ট হয়ে ডাটা স্টর ইত্যাদি কাজ করে থাকে এই পিএইচপি
PHP দিয়ে কি করা যায়
PHP দিয়ে ওয়েব ভিত্তির সফ্টওয়ার তৈরি করা যায় ।