Print Preview কি ? বিস্তারিত জানতে চাই । Print Preview shortcut গুলো ও জানতে চাই । সব প্রোগ্রামে কি একি রকম নাকি ভিন্য ভিন্য ?
Print Preview কি ?
Print করার আগে যা দেখা হয় তাই Print Preview. যেমন ধরুন আপনি একটি MS Excel Document Print করতে চাচ্ছেন । তো প্রিন্ট করার আগে ই দেখে নিতে চাইলে যে কেমন প্রিন্ট হবে, আপনাকে প্রিন্ট প্রিভিউ দেখতে হবে ।
কিভাবে Print Preview দেখে ?
প্রিন্ট প্রিভিউ দেখার পদ্ধতি এক এক প্রোগ্রামে এক এক রকম । যেমন ধরুন যে গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে আপনি প্রিন্ট কমান্ড দিলে সে এমনিতেই প্রিন্ট প্রিভিউ দেয় । আবার অনেক প্রোগ্রামে মেনু বার থেকে File এ ক্লিক করার পর Print Preview এ ক্লিক করতে হয় প্রিন্ট প্রিভিউ দেখার জন্য । নতুন অফিস প্রোগ্রামে File থেকে Print এ ক্লিক করলেই প্রিন্ট প্রিভিউ দেয় । আবার প্লেন টেস্ট এডিটর গুলোতে প্রিন্ট প্রিভিউ দেখার অপনশন ই নাই ।
প্রিন্ট প্রিভিউ এর সটকাট
আগের দিনে সব প্রোগ্রামেই Ctrl + F2 ( Function Key) চাপলেই চলে আসতো প্রিন্ট প্রিভিউ । এখন ও আসে অনেক প্রোগ্রামেই । পাশাপাশি আজকাল যেহেতু প্রিন্ট এর সাথেই আসছে । তাই Ctrl + p তে ও হবে কিছু কিছু Program এর ক্ষেত্রে ।