question

fatick asked 6 years ago

আমি স্কিন সমস্যার জন্য শীঘ্রই চেন্নাই যেতে চাচ্ছি। আগরতলা-চেন্নাই ফ্লাইট আছে? স্কিনের সমস্যার জন্য কোন হসপিটালে অভিজ্ঞ ডাক্তার পাওয়া যাবে? টুরিস্ট ভিসা নিয়ে স্কিনের চিকিৎসা করা যাবে? সঙ্গে থাকা টাকা ছাড়া অতিরিক্ত টাকার প্রয়োজন হলে বাংলাদেশ কিংবা দুবাই থেকে টাকা ট্রান্সফার করে রুপিতে চেঞ্জ করা যাবে? আশাকরি উত্তর পাবো। ধন্যবাদ।


1 Answers
Md Shariar Sarkar Staff answered 6 years ago

আপনার প্রশ্ন গুলোর উত্তর দেবার চেস্টা করছি এক এক করে নিচে :


১. আগরতলা-চেন্নাই ফ্লাইট আছে?

— সঠিক জানা নেই আমার, তবে এই লিংক টি দেখতে পারেন, অনেক গুলো ফ্লাইট থাকার কথা । থাকার সম্ভাবনা প্রচুর … লিংক

২. স্কিনের সমস্যার জন্য কোন হসপিটালে অভিজ্ঞ ডাক্তার পাওয়া যাবে?

— অনেক অভি অভিজ্ঞ ডাক্তার ই আছে , আপনার স্কিনের সমস্যার ধরন অনুসারে খুজে নিন এখান থেকে লিংক   অথবা দেখে নিতে পারেন http://www.dramudhaskincare.com/

৩. টুরিস্ট ভিসা নিয়ে স্কিনের চিকিৎসা করা যাবে?

— জি করা যাবে, সমস্যা নেই ।

৪. সঙ্গে থাকা টাকা ছাড়া অতিরিক্ত টাকার প্রয়োজন হলে বাংলাদেশ কিংবা দুবাই থেকে টাকা ট্রান্সফার করে রুপিতে চেঞ্জ করা যাবে?

— জি সেটাও করা যাবে । আপনি যদি SBI ( state bank of India ) এর গ্রাহক হন, তাহলে বাংলাদেশ থেকে টাকা পাঠাতে পারবে আপনার বাংলাদেশি SBI একাউন্ট এ । অথবা আপনি ইন্টারনেশনাল মাস্টার কার্ড ব্যবহার ও করতে পারেন । অথবা চেন্নাই এ লোকান এজেন্ট খুজুন, পেয়ে যাবেন , শতকরা একটি হার কেটে নিয়ে তারাও টাকা ট্রান্সফারের ব্যবস্থা করে ।

Your Answer

18 + 2 =

error: Content is protected !!