ssc পরীক্ষার ফলাফল 2019

প্রশ্ন উত্তরCategory: সাধারণssc পরীক্ষার ফলাফল 2019
Shipon asked 6 years ago

আমি কিভাবে ssc পরীক্ষার ফলাফল 2019 বের করবো ? এস এস সি পরিক্ষার রেজাল্ট বের করার নিয়োম জানতে চাই ।  আমি এবার ২০১৯ সালে এস এস সি পরিক্ষা দিয়েছি । 


1 Answers
Nusrat Mahjabin Staff answered 6 years ago

প্রথমেই আপনার জন্য শুভকামনা রইলো। SSC result 2019 জানার জন্য বেশ কিছু পদ্ধতি রয়েছে।


এর মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে জানা। হয়তো বা আপনি জেনে থাকবেন স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অথবা কেন্দ্রিয় ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানা যায়। তবে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলো রেজাল্ট প্রকাশের দিন প্রচন্ড ভিসিটর এর চাপ থাকার কারনে অধিকাংশ সময় ডাউন থাকে। তাই বিকল্প পদ্ধতিতে বা বাইপাস করে রেজাল্ট জানা সম্ভব। সেক্ষেত্রে eboardresult ওয়েবসাইটের মাধ্যমে মোটামুটি সহজে জানা যায়। ইবোর্ড রেজাল্ট ওয়েবসাইটে গিয়ে সাল ২০১৯ সিলেক্ট করতে হবে। তারপর আপনি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেটা সেলেক্ট করতে হবে। তারপর আপনার রোল নাম্বার দিতে হবে। এরপর একটি ক্যাপচা কোডে কয়েকটি অক্ষর দেখাবে সেটা দেখে হুবহু পাশের ঘরে টাইপ করে গেট রেজাল্ট বাটনে চাপ দিলে আপনার রেজাল্ট চলে আসবে।

অন্যদিকে, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, মোবাইলে এসএমএস এর মাধ্যমেও আপনি এসএসসি রেজাল্ট জানতে পারবেন। সেক্ষেত্রে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে SSC তারপর একটি স্পেস দিয়ে আপনি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম তিন অক্ষর (যেমন ঢাকা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিলে DHA) তারপর আরেকটি স্পেস দিয়ে লিখতে হবে আপনার রোল নাম্বার তারপর আরেকটি স্পেস দিয়ে লিখতে হবে 2019, এরপর পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। যেকোন মোবাইল থেকে এসএমএস করা যাবে। এসএমএস চার্জ ২.৩০ টাকা। বিদ্রঃ পরীক্ষার রেজাল্ট ৬ তারিখ দুপুর ২টার পর থেকে পাওয়া যাবে। ধন্যবাদ।

Your Answer

4 + 16 =

error: Content is protected !!