আমি ভিডিও এডিটিং এর কাজ শিখতে চাই কিন্তু ভিডিও এডিটিং এর কাজ শিখতে পারছি না… আমি এখন কিভাবে ভিডিও এডিটিং এর কাজ শিখব। কেউ জানাবেন কি…?
ভিডিও এডিট করবার যে মাধ্যম, বা যে মাধ্যমে ভিডিও সম্পাদন যেমন, কোন অংশ কেটে ফেলা কিংবা কোন একটি অংশ ভিডিও তে যোগ করা , সাউন্ড, বিভিন্য ইফেক্ট, লিখা ইত্যাদি যোগ করে একটি ভিডিও কে আরো বেশি সুন্দর করা ই হল ভিডিও এডিটিং।
ভিডিও এডিটিং এর বেশ কিছু পেইড সফ্টওয়ার আছে । আপনি সেগুলো ব্যবহার করে ভিডিও এডিটিং এর কাজ করতে পারেন। Adobe Premiere, Camtasia, Vegas Pro কিংবা Wondershare Filmora এগুলো সব video editing software এবং পেইড । এদের ট্রায়াল ভার্সন ব্যবহার করতে পারেন কাজ শেখার জন্য ।
আবার অপর দিকে Youtube Movie Maker, কিংবা VSDC Free Video Editor, এই গুলো ফ্রি । চাইলে এগুলোও ট্রায় করতে পারেন ।
ধন্যবাদ
আর ভিডিও এডিটিং এর কাজ করতে গেলে হাই কনফিরাগারেশন এর মেশিন লাগবে কারন এটি Processor ও RAM কে খুব Busy রাখে ।