Youtube মনিটাইজেশন কি ?
Monetization শব্দটি এসেছে monetize থেকে যার অর্থ হচ্ছে কোন একটি এসেট বা বিজনেস থেকে অর্থ উপার্জন করা । এবার Youtube মনিটাইজেশন বলতে বোঝানো হচ্ছে যে Youtube এর ভিডিও গুলোতে আমরা যে শ্রম দিচ্ছি, সে শ্রম থেকে অর্থ উপার্জন । তো সেটা আসলে হয়ে থাক এড এর মাধ্যমে ।
কেন ইউটিউব মনিটাইজেশন করতে হয়?
আশা করি উপরের আলোচনাতে বিষয়টি ক্লিয়ার হবার কথা । এখন আপনাকে ইউটিউব মনিটাইজেশন করতেই হবে এমন না । আপনি যদি চান যে আপনার আপলোড করা ভিডিও গুলো থেকে দু পয়সা আসুক, ইউটিউব মনিটাইজেশন করতে পারেন । তবে আপনি চাইলেই যে ইউটিউব মনিটাইজেশন করতে পারবেন তা ও না । বেশ কিছু শর্ত আরোপ করেছে ইউটিউব, সেগুলো পুরন হলেই কেবল আপনি YouTube Monetization এর উপযোগী হবেন ।