এক্সেল ডিসাম ফরমূলা ব্যবহারের নিয়ম উদাহরণসহ জানতে চাই?

প্রশ্ন উত্তরCategory: মাইক্রোসফ্ট অফিস প্রোগ্রামএক্সেল ডিসাম ফরমূলা ব্যবহারের নিয়ম উদাহরণসহ জানতে চাই?
Sohel Khan asked 6 years ago


1 Answers
Md Shariar Sarkar Staff answered 6 years ago

শুরুতেই জেনে নেই


DSUM কি?

DSUM এক্সেলের একটি ফাংশন যা Worksheet Function ( WS ) যা ব্যবহার করে Conditional Sum করা যায় । অর্থাৎ নরমাল SUM ফাংশন ব্যবহার করে যেখানে রেন্জের সব সংখ্যা যোগ করা যায় সেখানে DSUM ব্যবহার করে আপনি কন্ডিশন যোগ করতে পারবেন এবং সেই কন্ডিশন এর উপর নির্ভর করে যোগ হবে ডিসাম এ । ডিসাম ক্যালকুলেশন এর পর একটি নিউমেরিক ভেলু রিটার্ন করে ।

DSUM systex

 = DSUM( range, field, criteria )

ডিসাম এর সিনটেক্স এ আমরা দেখছি ইফ ফাংশন এর মতো তিন টি অংশ । এবার দেখা যাক অংশ গুলো কি কি ?

প্রথম অংশে আছে
Range যা আসলে যেই সেল গুলোর জন্য আপনি শর্ত আরোপ করবেন এবং ক্যালকুলেশন চালাবেন ।

এর পর আছে
Field যা আসলে একটি কলাম যেই কলামের ভেলু গুলো শর্ত সাপেক্ষে যোগ করবে

এবং সব শেষে আছে
Criteria যা হল আপনি যে শর্ত আরোপ করবেন সেটি ।

DSUM এর উদাহরন

ডিসাম এর উদাহারন এর জন্য নিচের ডাটা গুলো ভালো করে লক্ষ করুন ।

excel dsum example

excel dsum example

উপরের ছবিতে A1 ও B2 সেলে কন্ডিশন দেয়া আছে । আর আমরা দেখতে পাচ্ছি A4 থেকে D10 পর্যন্ত সেল গুলোতে কিছু ভেলু আছে যার প্রথম কলাম টি Product ID, ২য় কলাম টি Quantity র, এর পরের টি Unit Price এবং শেষের কলাম টি Total Price এর ।

এবার নিচের  ভিডিও টি দেখুন, যেখানে সুত্র সহ আলোচনা কর হয়েছে ।

 

Your Answer

5 + 7 =

error: Content is protected !!