গ্লাস ক্লিনার দিয়ে কাচ পরিষ্কার করার উপায়ঃ
গ্লাস ক্লিনারকে যখন কাচের গায়ে ঢেলে দেয়া হয় তখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড (NH4OH) কাচের তেল, চর্বি কিংবা গ্রিজের সঙ্গে বিক্রিয়া সংঘটিত হয়। যার ফলে তেল বা চর্বি কিংবা গ্রিজ কাচ থেকে অপসারিত হয়। যদি কাচের গায়ে কোন জৈব পদার্থ না থাকে তাহলে আইসো-প্রোপাইল অ্যালকোহল সে জৈব পদার্থকে দ্রবীভূত করে জৈব পদার্থকে কাচ হতে অপসারিত করে। গ্লাস ক্লিনার দিয়ে কাচ পরিষ্কার করার সময় নাকে এবং মুখে মাস্ক ব্যবহার করতে হয়। এর কারণ- গ্লাস ক্লিনারের ভিতরে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গ্যাস থাকে তা বের হয়ে নাক ও মুখের ভিতরে প্রবেশ করতে পারে।