ডাটা কমিউনিকেশন (Data Communication):
কোন ডাটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের স্থানান্তর কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে অথবা এক ব্যক্তির ডাটা অন্য সবার নিকটে স্থানান্তরের প্রক্রিয়াকে ডাটা কমিউনিকেশন (Data Communication) বলা হয়। ডাটা কমিউনিকেট করার জন্য কমিউনিকেটিং ডিভাইসগুলো হার্ডওয়্যার ও সফটওয়্যার এর সমন্বয় হওয়া আবশ্যক। ডাটা কমিউনিকেশন প্রধানত তিনটি বৈশিষ্ট্যের উপর সিস্টেমের কার্যকারিতা নির্ভরশীল। যথাঃ
- সিস্টেমকে সঠিক জায়গায় অবশ্যই ডাটা ডেলিভারি করতে হবে।
- সিস্টেমকে অবশ্যই সঠিকভাবে ডাটা ডেলিভারি করা।
- সিস্টেমকে সঠিক সময়ের মধ্যেই ডাটা ডেলিভারি করতে হয়।