পারমাণবিক জ্বালানি আমদানি অনুমোদনঃ
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রূপপুর পারমাণবিক কেন্দ্রে ১৩.০৭.২০২৩ খ্রি. তারিখে পারমাণবিক জ্বালানি আমদানি ও সংরক্ষণের অনুমোদন দেন। এর সাথে রাশিয়ান প্রতিষ্ঠান বুরুশকে পারমাণবিক জ্বালানি পরিবহণেরও অনুমোদন দেয়া হয়। আন্তর্জাতিক আণবিক সংস্থার (IAEA) নির্দেশনা মোতাবেক শর্ত পূরণ করার জন্য এ প্রতিষ্ঠান দুটিকে অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (BAERA)। এর মধ্য দিয়ে বাংলাদেশ পরমাণু বিদ্যুৎ উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক জ্বালানি আমদানি ও সংরক্ষণের সক্ষমতা অর্জন করে।