বাংলোদেশে বৃহত্তম রাবার ড্যাম কোথায় নির্মাণ করা হচ্ছে?

প্রশ্ন উত্তরCategory: বাংলাদেশ বিষয়াবলীবাংলোদেশে বৃহত্তম রাবার ড্যাম কোথায় নির্মাণ করা হচ্ছে?
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

বাংলাদেশে বৃহত্তম রাবার ড্যামঃ

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের সবচেয়ে বড় এবং দক্ষিণ এশিয়ার ১০ বৃহত্তম রাবার নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পটি ভারত থেকে প্রবেশ করে পদ্মা নদীর সঙ্গে সংযোগ হওয়া মহানন্দা নদীতে জেলা শহরের রেহাইচর এলাকায় নির্মাণ করা হচ্ছে। এর নির্মাণ কাজ সম্পন্ন হলে নদীর দুই ধারের প্রায় ৮ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা পাবে। এছাড়াও ৫৫ কোটি ৮৩ লক্ষ টাকার কৃষি উৎপন্ন ও ২ কোটি ৩৭ লক্ষ টাকার মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে। মহানন্দা নদীর নাব্যতা ঠিক রাখতে ড্রেজিং ও ভাঙ্গনরোধে রাবার ড্যাম নির্মাণ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এ গত ১৬.০১.২০১৮ খ্রি. তারিখে পাস হয়।


Your Answer

6 + 15 =

error: Content is protected !!