মশা এক ধরনের ছোট্ট প্রজাতি । সাধারণত স্ত্রীমশা প্রানীদের রক্ত খায় । যেমন, মেরুদন্ডী প্রানী, আরও স্তন্যপায়ী প্রানী , পাখি,উভচর প্রানী, সরীসৃপ এবং কিছু মাছের দেহের রক্ত পান করে এই ধরনের মশা রয়েছে । মশার দ্বারা বিভিন্ন ধরনের রোগ বালাই ছড়ায় ।
মশা রক্ত খায় মূলত তাদের বংশ বৃধি করবার জন্য । অর্থাৎ মশা শক্তি সঞ্চয় করে ডিম, বংশবৃদ্ধির লক্ষ্য মশা রক্ত খায় ।
মশা রক্ত খাওয়ার কারণ ?
1 Answers
Your Answer
মশার প্রিয় খাবারের মধ্যে একটা হচ্ছে রক্ত । তাই মশা রক্ত খায় ।