আসসালামু আলাইকুম। আমার বুদ্ধি হওয়ার পর থেকেই আল্লাহ রহমতে ফরজ রোজা করে আসছি। আমার কথা হল কয়েক বছর যাবত আমার গলায় একটা সমস্যা তা হল সব সময় আমার মুখে কিছু না কিছু রাখতে হয়। একটু মুখ খালি বা বন্ধ তাকলেই গলায় কফ জমে গেছে মনে হয়। যতক্ষন ক্লিয়ার না হয় ততক্ষণ আরাম পাওয়া যায় না। সে কারণে আমাকে কিছু না কিছু মুখে রাখতে হয়। গত বছর থেকে আমি গলায় পিপারমেন্ট ছোট এক টুকরা দিয়ে নিশ্বাস টেনে আরাম পাচ্ছি। কথা হল পিপারমেন্ট একটা বায়বীয় পদার্থ। এতে কোন স্বাদ বা ক্ষুধা নিবারন যোগ্য নয়। সে কারণে রোজা অবস্থায় ছোট টুকরা গলায় রাখলে রোজার কোন ক্ষতি হবে কিনা। জানালে খুব উপকার হবে। নফল রোজ দুটা করলাম সে সময় ছোট টুকরা একটু করে দিতাম।
আপনি যে বিষয়টি তুলে ধরলেন, সেটি ভালো হয় কোন আলেমের সাথে শেয়ার করুন । আশাকরি আপনি একটি সুন্দর সমাধান পাবেন ।
নিচে Mizanur Rahman Azhari এর একটি ভিডিও “কি করলে রোজা ভাঙ্গবে এবং কি করলে ভাঙ্গবে না” ভিডিও টি দেখতে পারেন
পাশাপাশি আর একটি ভিডিও যেটিতা আলোচনা করা হয়েছে “কাদের কে রোজা না রাখার ব্যাপারে ছাড় দেয়া হয়েছে”