এটিএম কার্ড জালিয়াতি হতে কিভাবে সাবধানতা অবলম্বন করা যায়?

প্রশ্ন উত্তরCategory: সমস্যাএটিএম কার্ড জালিয়াতি হতে কিভাবে সাবধানতা অবলম্বন করা যায়?
Abdullah Al Faroque Staff asked 4 months ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 4 months ago

এটিএম কার্ডের জালিয়াতি হতে সাবধানতা অবলম্বনঃ

জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে সবকিছু যেমনভাবে ডিজিটালাইজেশন হয়ে যাচ্ছে, অপরদিকে সাইবার ক্রাইমও তত বেশি সক্রিয় হচ্ছে। আর এই সাইবার ক্রাইমের প্রধান টার্গেট হচ্ছে এটিএম কার্ড জালিয়াতি। প্রতিদিন কোন না কোন সংবাদপত্রে উঠে আসছে এটিএম বুথ থেকে লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা উধাও হয়ে যাচ্ছে। তাই এটিএম কার্ড জালিয়াতি হতে সাবধানতা অবলম্বন করা একান্ত আবশ্যক।


  • নির্ধারিত সময় পর পর এটিএম কার্ডের পিন পরিবর্তন করতে হয়। পিন সেটিংয়ের সময় এমন কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা জরুরী যেগুলো সহজে অন্য কেউ বুঝতে না পারে।
  • এটিএম কার্ডের পিন নম্বর কোন খাতায় অথবা কোন ডাইরীতে লিখে রাখা ঠিক নয়। অন্য কাউকে কার্ড প্রদান করা কিংবা  পিন নম্বর কারো সাথে শেয়ার করা ঠিক নয়।
  • এটিএম বুথের মধ্যে প্রবেশ করার খেয়ার রাখতে হবে যাতে অন্য কোন ব্যক্তি ভিতরে প্রবেশ করতে না পারে।
  • এটিএম বুথের মেশিনে পিন নম্বর এন্ট্রি করার সময় একটু সাবধানতা অবলম্বন করুন যাতে কোন ব্যক্তির দৃষ্টিগোচর না হয়।
  • বুথ হতে টাকা উত্তোলনের পর বুথের মেশিন হতে যে স্লিপ বের হয়ে আসে তা নিজ পকেটে রাখা অথবা টুকরো টুকরো করে ছিড়ে ফেলতে হয়।
  • বুথ স্ক্রিনের মেশিন পূর্বের অবস্থায় যতক্ষণ পর্যন্ত না আসে, ততক্ষণ পর্যন্ত সেখানে অপেক্ষা করা।
  • নতুন কার্ড নেয়ার পর  পুরাতন কার্ডটি একেবারে নষ্ট করে ফেলা আবশ্যক।
ATM Card

ATM Card

যে কাজগুলো করা একেবারে উচিত নয়-

  • ব্যাংক একাউন্ট নম্বর, পিন, কার্ডের পিছনের তিন সংখ্যার নম্বর, যা দিয়ে নেট লেনদেনের কাজে ব্যবহার  হয় এমনকি ওয়ান টাইম পাসওয়ার্ডও কারো সাথে শেয়ার করা উচিত নয়।
  • প্রতারকরা অনেক সময়ে দেখা যায়, কোন ব্যাংকের নাম উল্লেখ করে ফোন অথবা ই-মেইলের মাধ্যমে পিন নম্বর হাতিয়ে নেয়ার চেষ্টা করে। ভুল করেও হলেও প্রতারকদের ফাঁদে পা ফেলা উচিত নয়। মনে রাখা উচিত, প্রতিটি একাউন্টধারীর তথ্য সংশ্লিষ্ট ব্যাংকে সংরক্ষিত আছে। নতুন করে তাদের তথ্য চাওয়ার প্রয়োজন নেই।
  • পিন নম্বর সবসময় মুখস্থ রাখাটাই উত্তম। যদি খাতায় লিখতেই হয় তাহলে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে লিখে রাখা যেতে পারে।
  • এটিএম কার্ড ব্যবহারের সময় অপরিচিত কোন ব্যক্তির সাহায্য নেয়া সমুচিত হবে না।
  • পণ্য ক্রয়ের ক্ষেত্রে এটিএম কার্ড ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করতে হয়। শপিং মলে কেনাকাটা অথবা অভিজাত হোটেলে খাওয়া শেষ করে সোয়াইপ করার জন্য এটিএম কার্ড অন্য কারো নিকট হস্তান্তর করা ঠিক নয়।

Your Answer

14 + 1 =

error: Content is protected !!