শিলা বৃষ্টি কি
আকাশে রাশি রাশি বাতাস এদিক-সেদিক ছেটে বেড়াচ্ছে । তার মধ্যে কোনটা গরম আবার কোনটা ঠাণ্ডা । এর মধ্যে গরম এবং ঠাণ্ডা বাসাত মিশে গেলে ও সেই জায়গা ঠাণ্ডা হয়ে গেলো এবং সেই জল নিচের দিকে পড়তে থাকলো । তাকেই বৃষ্টি বলে । বৃষ্টি নেমে আসার পথে হঠাৎ কোন ঠাণ্ডা বাসাত লেগে বৃষ্টি ফোঁটা জমাট বেঁধে বরফ হয়ে মাটিতে পড়ে । সেই গুলোকে শিলা বৃষ্টি বলে ।
শিলা বৃষ্টি কেন হয়
শিলা বৃষ্টি কেন হয়, এই বিষয়ে কোন ব্যখা নেই আমার জানা মতে । তবে প্রচন্ড গরম এর কারণ ধারণা করা হয়ে থাকে ।