সাবান ও ডিটারজেন্ট অতিমাত্রায় ব্যবহারের কুফল কি?

প্রশ্ন উত্তরCategory: বিজ্ঞানসাবান ও ডিটারজেন্ট অতিমাত্রায় ব্যবহারের কুফল কি?
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

সাবান ও ডিটারজেন্ট অতিমাত্রায় ব্যবহারের কুফলঃ

সাবানের ভিতরে ক্ষার, তেল, চর্বি, গ্লিসারিন ইত্যাদি থাকে। অতিমাত্রায় সাবান বেশি ব্যবহার করার কারণে হাতের ক্ষতি হয়। আবার জলাশয়, পুকুর কিংবা নদীতে কাপড় ধৌত করলে ঐ সাবানের ফেনা নদীর পানিতে দ্রবীভূত হয়ে অক্সিজেনের সাথে বিক্রিয়া সংঘটিত করে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়। অক্সিজেনের পরিমাণ কম হওয়ার কারণে পানিতে থাকা জলজ উদ্ভিদ ও মাছ অক্সিজেনের অনুপস্থিতিতে মারা যায়।


ডিটারজেন্টের ভিতরে ট্রাইসোডিয়াম ফসফেট (Na3PO4) বিদ্যমান। এই উপাদানটি উদ্ভিদের বেঁচে জন্য সহায়ক হিসেবে কাজ করে। এ কারণে পানিতে উদ্ভিদের পরিমাণ বেড়ে যায়। উদ্ভিদ তার বেঁচে থাকার জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে যার অভাবে মাছ মারা যায়। এভাবেই অতিমাত্রায় সাবান ও ডিটারজেন্ট ব্যবহার পানিকে দূষিত করে।

Your Answer

11 + 8 =

error: Content is protected !!