লেখা Undo/Redo করার Command
আমরা অনেক সময় ভুল করে অনেক লেখা Delete বা Paste করি । এ অবস্থা হতে আবার আগের অবস্থানে ফিরে যেতে চাইলে Undo করা হয় । আবার Undo করার পর যদি মনে হয় যে না যা ছিল তাই ঠিক ছিল । তাহলে Redo করে ফিরে যাওয়া যায় । শুধু Delete বা Paste এর ক্ষেত্রেই নয়, লেখাতে যেকোন Format দেবার পর যদি মনে হয় আগের টি ই ভাল ছিল, তবে Redo করে আগের অবস্থানে ফিরে যাবেন । Undo আর Redo মাইক্রোসফ্ট এর মোটামুটি সব প্রোগ্রামের ক্ষেত্রেই একই ।
Undo করার Command :
লিখাকে Cut বা Delete করার পর পূনরায় ফিরিয়ে আনার জন্য Undo করা হয় । Quick Access Toolbar এ দেখুন Undo নামে একটি আইকন আছে, সেখানে ক্লিক করে আনডু করতে পারেন । Keyboard Command Ctrl+Z.
Redo করার Command :
Undo করার আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরে যেতে Redo করা হয় । Quick Access Toolbar এ দেখুন Redo নামে একটি আইকন আছে, সেখানে ক্লিক করে রিডু করতে পারেন । Keyboard Command Ctrl+Y.