কোথায় ফ্রিল্যান্সিং / আউটসোর্সিং এর কাজ পাওয়া যায় ?
ফ্রিল্যান্সিং কজের উৎস সব জাইগায়! শুক্রবার জুমার নামাজের পর মসজিদের সামনে কিছু লিফলেট বিতরণ হয় সেইগুলা এনে জমা করে কেজিদরে বিক্রি করে দিবেন? তাছাড়া বিভিন্ন সভা সেমিনার বা বাণিজ্য মেলায়ও এই কাজ করতে পারেন| অনেক সহজ তাইনা?
১) UpWork :
এই ওয়েবসাইটটি পূর্বে oDesk নামে পরিচিত ছিল, কিছুদিন পূর্বে UpWork এ পরিবর্তন হয়েছে, যুক্ত হয়েছে বেশ কিছু ফিচার| Elance নামক আরেকটি জব মার্কেট ও এর সাথে সংযুক্ত হয়েছে| UpWork ই বর্তমানে ফ্রিল্যান্স মার্কেট লিডার| এই ওয়েবসাইটে বায়াররা বিভিন্ন ধরনের জব পোস্ট করে থাকেন, ফ্রীলেন্সারগন তাদের স্কিল অনুযায়ী অ্যাপ্লাই করেন| বায়ার সব আবেদনকারী মধ্যে থেকে বাছাই করে ইন্টারভিউ নিয়ে থাকেন| বেশিরভাগ ক্ষেত্রে UpWrok মেসেজ অথবা Skype chat এর মাধ্যমে ইন্টারভিউ নিয়ে থাকেন, কিছু ক্ষেত্রে ভিডিও কনফারেঞ্চে এর মাধ্যমেও এই প্রক্রিয়া সম্পাদিত হয়| এই ওয়েবসাইট এর কিছু নতুন এলগরিদম এর কারণে নতুনদের কাজ পাওয়াটা কিছুটা কঠিন, তবে আপনার Application কভার লেটার আর পোর্টফলিও ভালো হলে কাজ পাবেন, এক দুইটি কাজ করার পর আর সমস্যা হবে না|
অ্যাকাউন্ট রেজিস্টার করার সময় সব তথ্য সঠিক ব্যাবহার করুন, কোন ভুল তথ্য দিবেন না, ন্যাশনাল আইডি কার্ড এর সাথে মিল রেখে তথ্য দিবেন|
আর কোন ভাবেই আপনার নামে দুইটি Account খুলবেন না, তাহলে আপনার দুইটি অ্যাকাউন্ট-ই লক করে দেওয়া হবে, UpWork এ আর কাজ করতে পারবেন না| UpWork এ ২ ধরনের Member-ship রয়েছে, ফ্রি এবং প্যাইড| ফ্রি মেম্বেরশিপ এ আপনি মাসে সর্বোচ্চ ৩০ টি জব অ্যাপ্লাই করতে পারবেন|
২) Envato :
এই Market-place এর ধরন সম্পূর্ণ ভিন্ন, এটি একটি Passive Income এর জন্যে উৎকৃষ্ট Market-place. এই Marketplace-e বেশ কইয়েকটি প্লাটফর্ম আছে, যেখানে আপনি আপনার তৈরি করা কাজ বিক্রি করতে পারবেন , যা পরবর্তিতে বায়ার কিনে নিয়ে নিজেরমতকরে কাস্টমাইজ করে ব্যাবহার করবে| প্রথম দৃষ্টিতে প্রোডাক্ট এর মূল্য কম মনে হতে পারে, কিন্তু এইখান থাকেই আপনি কোটিপতি হতে পারেন| উধাহরণ হিসাবে বলি, একটা বিজনেস কার্ড এর মূল্য $6, এই প্রোডাক্টি যখন ১০০ বার বিক্রয় হবে, তখন একটি বিজনেস কার্ড এর জন্যে আপনার বিক্রয় মূল্য দাঁড়াবে $600| পাবেন এমন রেট কি আর পাবেন অন্যকোন মার্কেট প্লেস এ ? মূল্য বিষয় হচ্ছে আপনি একবার একটি প্রোডাক্ট আপলোড করার পর মার্কেটপ্লেস টিম আপনার প্রোডাক্টটি review করবে, বিক্রির জন্যে approve হলে, আর আপনার তেমন কিছু করতে হবে না, যদি না বায়ার template টি ব্যাবহার করতেগিয়ে কোন সমস্যায় পড়ে|
এই মার্কেটপ্লেসের বেশ কয়েকটি অংশ রয়েছে, কোন অংশে কি প্রোডাক্ট বিক্রয় করা যায় তা সংক্ষেপে উল্লেখ করা হলঃ
Graphic River – ডিজাইন টেমপ্লেট বিক্রয় করতে পারবেন যেমনঃ টিশার্ট, পোস্টকার্ড, ব্রশিউর, বিজনেস কার্ড, ফ্লায়ার, লোগো, ব্যাকগ্রাউন্ড, ফন্ট, ফটোশপ ব্রাশ, টেক্সট ইফেক্ট ইত্যাদি|
Code Canayan – ওয়েবওয়ার বিক্রয় করতে পারবেন, যেমনঃ পিএইচপি স্ক্রিপ্ট, ওয়ার্ডপ্রেস প্লুগিন, ই-কমার্চ প্লুগিন ইত্যাদি
Theme Forest – HTML ওয়েবসাইট টেমপ্লেট, ওয়ার্ডপ্রেস টেমপ্লেট, জুমলা টেমপ্লেট, ই-কমার্চ ওয়েব টেমপ্লেট বিক্রয় করতে পারবেন
PhotoDone – এই ওয়েব সাইট এ আপনি স্টক ফটোগ্রাফ বিক্রয় করতে পারবেন
3D Ocean – এই ওয়েবসাইট এ আপনি 3D মডেল বিক্রয় করতে পারবেন
Audio Jungle – আপনার নিজের কম্পোজ করা মিউজিক বিক্রয় করতে পারবেন
Video Hive – এই ওয়েবসাইট এ আপনার স্টক ভিডিও অথবা মোশনগ্রাফিক্স টেমপ্লেট বিক্রয় করতে পারবেন
৩) Fiverr
বর্তমানে এই ওয়েবসাইটি বেশ জনপ্রিয়| নতুনদের কাজ পাওয়ার জন্যে best মার্কেট প্লেস, এইখানে বায়ার এর পরিবর্তে আপনি কাজ পোস্ট করবেন, কি কি জানেন তার বিস্তারিত বিবরণ দিবেন। আপনার কাজের এইটা sempole জব পোস্ট এর সাথে যুক্ত করে দিতেহবে | বায়ারের কাছে আপনার সার্ভিসটি পছন্ধ হলে, কিনে নিবে| কাজের মূল্য দেখতে কম হলেও শুরু করার পর আপনি দাখবেন ভিন্ন চিত্র, এক একটি জব থাকে $10 থেকে শুরু করে $100 বা ততোধিক পর্যন্ত আয় করতে পারবেন| Peope Per Hour (PPH) নামের আরেকটি ওয়েবসাইটেও একই উপায়ে আপনার সার্ভিস বিক্রয় করতে পারে।
৪) 99 Design
এই মার্কেট প্লেস শুধুমাত্র ডিজাইনারদের জন্য, এই ওয়েবসাইট এ বায়ার তার কাজের বিভরন লিখে জব পোস্ট করে থাকেন, আগ্রহী ডিজাইনাররা কাজের বিবরণ অনুযায়ী ডিজাইন করে সাবমিট করে থাকেন| এইটা একটা কমপিটিশনআল সিস্টেম মার্কেট প্লেস| বায়ায়ারের কাছে যার কাজ ভালো লাগে তার ডিজাইন ব্যাবহার এর জন্যে চূড়ান্ত করেন এবং সুধুমাত্র বিজয়ী ফ্রীলেন্সারই টাকা পেয়ে থাকেন| এই ওয়েবসাইটে কাজের জন্যে উচ্চ মূল্য পাওয়া যায়| তবে নতুনদের কাজ শিখার / প্রাকটিস কার জন্যে বেস্ট প্লেস| অন্যদের কাজ আনুকরন করে ডিজাইন করবেন, নিজের দক্ষতা বাড়বে|
৫) Freelancer
এই ওয়েবসাইট ও বেশ জনপ্রিয় একটি মার্কেট প্লেস, UpWork এর মত সকল ধরনের কাজ পাওয়া যায়| তবে তাদের চার্জ অন্যদের চেয়ে বেশি | কাজ পাওয়ার সাথে সাথে ই আপনার অ্যাকাউন্ট থাকে সার্ভিস চার্জ কেটে নিবে, কিন্তু অন্যান্ন ওয়েবসাইটে আপনি টাকা পাওয়ার পর তাথেকে আপনার সার্ভিস চার্জ কাটে নেওয়া হবে, যার হার ৮% – ১০%| এই ওয়েবসাইট এ আমার কাজের অভিজ্ঞতা একেবারেই নেই|
এই ফিচার থেকে আমি অনেক কিছুই জানতে পারলাম। মানে ফ্রিল্যান্সিং সম্পর্কে বেশ ভালোই ধারণা হলো। ধন্যবাদ।