সিপ্যানেলে ইমেইল একাউন্ট তৈরি
সিপ্যানেল ডোমেইন এ হোস্টিং কন্ট্রল করার একটি প্যানেল । এর আগেই আলোচনা করেছি সিপ্যানেল কি এবং কিভাবে লগইন করতে হয় । এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে সিপ্যানেলে ইমেইল একাউন্ট তৈরি করা যায় নি০জের ডোমেইন এর সাথেই । ধরুন আপনার ডোমেইন নেম kivabe.com এবং আপনি চাইছেন [email protected] নামে একটি ইমেইল থাকুক । তো চলুন দেখে নেয়া যাক সিপ্যানেলে ইমেইল তৈরি।
সিপ্যানেলে ইমেইল একাউন্ট তৈরি
সিপ্যানেলে লগইন করার পরে Email এর সেকসন থেকে Email Accounts এ ক্লিক করুন ।
cPanel থেকে Email Accounts এ ক্লিক করার পর নিচের মোত একটি অংশ আসবে আপনার সামনে ।
উপরের ছবিতে দেখতে পাচ্ছি যে আমরা editxyz.com নামের একটি ডোমেইন এ email id করতে যাচ্ছি ।
এবার ইমেইল এর ঘরে info লিথে তার নিচের ঘরে password দিয়ে দিবো দুই বার । Mailbox Quota এর ঘরে ঠিক করে দিবো যে এই ইমেইল এড্রেসটি কি পরিমান জায়গা ব্যবহার করতে পারবে ।
সবকিছু ঠিক থাকে তো Create account এ ক্লিক করুন । ইমেইল তৈরি হয়ে যাবে । এবার দেখার পালা কিভাবে আপনি আপনার মেইল পাঠাবেন ।
সিপ্যানেল ইমেইল পাঠানো এবং পড়া
Web Browser এর Address Bar এ Domain Name এর শেষে /webmail অথবা :2095 দিয়ে Enter চাপলে আপনি পেয়ে যাবেন ইমেইলে লগইন করার জায়গা নিচের মতো
এবার email আর পাসওয়ার্ড দিয়ে লগইন করুন । লগইন করলে দেখবেন যে নিচের মতো একটি পেজ আসবে যেটি আসলে এক একটি মেইল ক্লায়েন্ট যা দিয়ে আপনি মেইল গুলো পড়তে এবং পাঠাতে পারবেন । এই ইমেইল ক্লায়েন্ট গুলো ফ্রী এবং এদের মধ্যে roundcube email client টি ভালো ।
অন্য গুলোও ভালো তবে roundcube এ আপনি আপনার ইমেইল সিগনেচার যোগ করতে পারবেন। এবং এর আউটলুক টাও ভালো ।
২য় ডোমেইন দিয়ে কি ইমেইল তৈরি করা যায়
হম যদি অ্যাড হয়ে থাকে তাহলে যাবে