ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস কিভাবে শিখব

ওয়ার্ডপ্রেস কি?

ওয়ার্ডপ্রেস (WordPress) একটি সিএমএস এর নাম যার কোর ল্যাংগুয়েজ PHP এবং এটি একটি বেশ জনপ্রিয়  CMS. CMS এর পূর্ণরুপ হচ্ছে Content Management System.  আজকের দিনে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে বলা যায় সব ধরনের ওয়েবসাইটই  তৈরি করা যায়। ওয়ার্ডপ্রেস এর ব্যবহার সহজ হওয়াই এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আসলে এক কথায় বলা একটু কষ্টকর ই যে ওয়ার্ডপ্রেস কি? আমরা অনেক গুলো টিউটোরিয়াল করে রেখেছি ওয়ার্ডপ্রেস কিভাবে শিখব তার উপরে এবং এখন ও কাজ করে যাচ্ছি যাতে আপনাদের কিছু দিতে পারি ।


ওয়ার্ডপ্রেস (WordPress)  কে সংক্ষেপে WP বলা হয়ে থাকে । WordPress Free এবং Open Source হওয়ায় চাইলে এর সবকিছুই নিজের মতো করে সাজিয়ে নেয়া য়ায় ।

ওয়ার্ডপ্রেস কিভাবে শিখব?

জনপ্রিয়তার শীর্ষে থাকায় এর ব্যবহার দিনে দিনে বেড়েই চলেছে । এর এডমিন প্যানেল খুব সহজ হওয়ায় অনেকেই বেছে নিচ্ছে ওয়ার্ডপ্রেস ।  এবং এর অনেক কিছুই  ফ্রি ব্যবহার করতে পারবেন । তাই সময়ের চাহিদাতে অনেকেই ছুটছে ওয়ার্ডপ্রেস কিভাবে শিখব তার পিছনে । একবার ওয়ার্ডপ্রেস শেখা শুরু করলে আপনিও ভালোবেসে যাবেন । ওয়ার্ডপ্রেস কিভাবে শিখা যায় তার জন্য আমরা করে রেখেছি অনেক গুলো ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল লিস্ট আকারে।

ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল লিস্ট

আমরা ধাপে ধাপে আলোচনা করেছি কিভাবে ওয়ার্ডপ্রেসে কার করবেন । একদম শুরু থেকেই শুরু করেছে এবং এখন ও কাজ করে ই জাচ্ছি যাতে আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি ।  নিচে দিকে কিছু ওয়ার্ডপ্রেস টিউটিরিয়ালের লিস্ট দেয়া হল।

লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস কিভাবে ইন্সটল দেয়

কিভাবে সিপ্যানেলে ওয়ার্ডপ্রেস ইন্সটল দেয়

WordPress Admin প্যানেলে কিভাবে লগইন করে- WordPress Dashboard Login

WordPress পোস্ট বা পেজ এডিটর পরিচিতি

ওয়ার্ডপ্রেস পোস্ট কি? কিভাবে WordPress এ পোস্ট দিতে হয়

WordPress Categories-ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি

ওয়ার্ডপ্রেস ট্যাগ কি ও কিভাবে ওয়ার্ডপ্রেস ট্যাগ ব্যবহার করে

কিভাবে ওয়ার্ডপ্রেস ইমেজ অ্যাড করবো

ওয়ার্ডপ্রেস মিডিয়া লাইব্রেরী (Media Library) কি এবং কিভাবে

কিভাবে ওয়ার্ডপ্রেস পেজ তৈরি করবো

ওয়ার্ডপ্রেস কমেন্ট

কিভাবে WordPress General Settings পরিবর্তন করবো

ওয়ার্ডপ্রেস সাইটে Writing Setting কিভাবে করবো

ওয়ার্ডপ্রেস Reading Setting কিভাবে করবো

ওয়ার্ডপ্রেস সাইটে Discussion Setting কিভাবে করবো

ওয়ার্ডপ্রেস Media Setting কিভাবে করবো

ওয়ার্ডপ্রেস লিংক ফরম্যাট – Permalink Setting

প্লাগইন কি..? WordPress এ কিভাবে প্লাগইন ইন্সটল দিবো

ওয়ার্ডপ্রেস প্লাগইন ইন্সটল দেবার সময় কোন কোন বিষয়গুলো দেখবেন

WordPress থিম কি…?  ওয়ার্ডপ্রেস থিম কিভাবে পরিবর্তন করবো

কিভাবে ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড বা Install দিবো

ওয়ার্ডপ্রেস সাইডবার পরিচিতি এবং Widgets এর ব্যবহার

কিভাবে ওয়ার্ডপ্রেস মেনু তৈরি করবেন- ওয়ার্ডপ্রেস মেনুবার

WordPress এ কিভাবে প্লাগইন Deactivate কিংবা Delete করবো

WordPress এ Contact Form কিভাবে অ্যাড করবো

ওয়ার্ডপ্রেস ইউজার টাইপ-Wordpress User Role

ওয়ার্ডপ্রেস থিম ডিলিট করে কিভাবে- Delete WordPress Theme

ওয়ার্ডপ্রেস নিউ ইউজার অ্যাড করবো কিভাবে

ওয়ার্ডপ্রেস এডমিন পাসওয়ার্ড Recovery করবো কিভাবে

ডেটাবেজ থেকে ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড রিকভার-লোকাল কিংবা লাইভ সার্ভার

WordPress পোস্ট বা পেজে পাসওয়ার্ড দিবো কিভাবে

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!