ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস কিভাবে শিখব
ওয়ার্ডপ্রেস কি?
ওয়ার্ডপ্রেস (WordPress) একটি সিএমএস এর নাম যার কোর ল্যাংগুয়েজ PHP এবং এটি একটি বেশ জনপ্রিয় CMS. CMS এর পূর্ণরুপ হচ্ছে Content Management System. আজকের দিনে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে বলা যায় সব ধরনের ওয়েবসাইটই তৈরি করা যায়। ওয়ার্ডপ্রেস এর ব্যবহার সহজ হওয়াই এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আসলে এক কথায় বলা একটু কষ্টকর ই যে ওয়ার্ডপ্রেস কি? আমরা অনেক গুলো টিউটোরিয়াল করে রেখেছি ওয়ার্ডপ্রেস কিভাবে শিখব তার উপরে এবং এখন ও কাজ করে যাচ্ছি যাতে আপনাদের কিছু দিতে পারি ।
ওয়ার্ডপ্রেস (WordPress) কে সংক্ষেপে WP বলা হয়ে থাকে । WordPress Free এবং Open Source হওয়ায় চাইলে এর সবকিছুই নিজের মতো করে সাজিয়ে নেয়া য়ায় ।
ওয়ার্ডপ্রেস কিভাবে শিখব?
জনপ্রিয়তার শীর্ষে থাকায় এর ব্যবহার দিনে দিনে বেড়েই চলেছে । এর এডমিন প্যানেল খুব সহজ হওয়ায় অনেকেই বেছে নিচ্ছে ওয়ার্ডপ্রেস । এবং এর অনেক কিছুই ফ্রি ব্যবহার করতে পারবেন । তাই সময়ের চাহিদাতে অনেকেই ছুটছে ওয়ার্ডপ্রেস কিভাবে শিখব তার পিছনে । একবার ওয়ার্ডপ্রেস শেখা শুরু করলে আপনিও ভালোবেসে যাবেন । ওয়ার্ডপ্রেস কিভাবে শিখা যায় তার জন্য আমরা করে রেখেছি অনেক গুলো ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল লিস্ট আকারে।
ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল লিস্ট
আমরা ধাপে ধাপে আলোচনা করেছি কিভাবে ওয়ার্ডপ্রেসে কার করবেন । একদম শুরু থেকেই শুরু করেছে এবং এখন ও কাজ করে ই জাচ্ছি যাতে আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি । নিচে দিকে কিছু ওয়ার্ডপ্রেস টিউটিরিয়ালের লিস্ট দেয়া হল।