Customize Consent Preferences

We use cookies to help you navigate efficiently and perform certain functions. You will find detailed information about all cookies under each consent category below.

The cookies that are categorized as "Necessary" are stored on your browser as they are essential for enabling the basic functionalities of the site. ... 

Always Active

Necessary cookies are required to enable the basic features of this site, such as providing secure log-in or adjusting your consent preferences. These cookies do not store any personally identifiable data.

No cookies to display.

Functional cookies help perform certain functionalities like sharing the content of the website on social media platforms, collecting feedback, and other third-party features.

No cookies to display.

Analytical cookies are used to understand how visitors interact with the website. These cookies help provide information on metrics such as the number of visitors, bounce rate, traffic source, etc.

No cookies to display.

Performance cookies are used to understand and analyze the key performance indexes of the website which helps in delivering a better user experience for the visitors.

No cookies to display.

Advertisement cookies are used to provide visitors with customized advertisements based on the pages you visited previously and to analyze the effectiveness of the ad campaigns.

No cookies to display.

ওয়েব ডেভেলপমেন্ট এ কোন কোড এডিটর ভালো

ওয়েব পেইজ ডেভেলপ করার জন্য অনেক গুলো কোড এডিটর আছে। এক এক  ডেভেলপার এর কাছে এক একটি কোড এডিটর ভালো লাগে এবং এটি আসলে নির্ভর করে বিভিন্ন কোড এডিটর গুলোর ভিন্ন ভিন্ন সুবিধার  জন্য । অনেকেই কোড এডিটরকে টেক্সট এডিটর ও বলে ।  আমরা আলোচনা করবো কয়েকটি কোড এডিটর সম্পর্কে এবং আপনিই বেছে নিতে পারবেন আপনার পছন্দের Code Editor বা Text Editor .  চলুন আগে জেনে নেই বহুল ব্যবহৃত কোড এডিটর গুলোর নাম ।


জোড এডিটর

জোড এডিটর

বহুল ব্যবহৃত কোড এডিটর গুলো

Sublime Text (Cross Platform)

Atom (Cross Platform)

Brackets (Cross Platform)

Notepad++  (Windows)

TextMate (OSX )

Coda (OSX )

Adobe Dreamweaver (Windows, OSX)

 

আরো বেশ কিছু কোড এডিটর আছে, আপাতত এই কয়টা নিয়েই কথা বলা যাক । প্রতিটা কোড এডিটরের সাথে ব্রাকেটে কিছু লিখা আছে খেয়াল করেছেন বোধহয় । যেমন, Cross Platform, Windows, OSX. এখানে Cross Platform বলতে বোঝায় যে এটি যেকোন অপারেটিং সিস্টেমে চলবে । তবে বিশেষ করে বোঝানো হয় Linux, Windows এবং Mac OS এ চলবে । যেগুলোতে Windows লিখা আছে সেগুলো চলবো Windows OS এ আর OSX চলবে Mac OS এ ।

 

Sublime Text

এটি একটি ক্রস প্ল্যাটফর্ম কোড এডিটর অর্থাৎ উইন্ডোজ, লিনাক্স কিংবা ম্যাক অপারেটিং সিস্টেমে চলে এটি । আর তাই আপনি অপারেটিং সিস্টেম বদল করলেও একই রকম ভাবে কাজ করবে এটি । সাবলাইম টেক্সট পেইড কোড এডিটর অর্থাৎ এটি ব্যবহার করতে গেলে কিনে নিতে হবে, তবে মজার ব্যাপার হল আপনি চাইলে এদের ট্রায়াল ভার্শনটিও ব্যবহার করতে পারেন অনেকদিন এবং এখানেও আপনি পাবেন সবগুলো সুবিধা । শুধু মাঝে মাঝে কিনতে বলবে এই আর কি 🙂 ডাউনলোড করতে ভিজিট করুন https://www.sublimetext.com/3 । Sublime Text এ বেশ কিছু Plugins/Add-on ইন্সটল দিলে এটি হয়ে ওঠে আরো প্রানবন্ত ।

 

Sublime Text

Sublime Text

সাবলাইম টেক্সট এর ফাংশনালিটি আরো বাড়িয়ে নিতে এতে Install করে নিতে পারেন Package Control.

Atom

Atom একটি ফী এবং ওপেন সোর্স টেক্সট এডিটর যা পুরো  । এটি ক্রোস প্ল্যাটফর্ম  হওযায় উইন্ডোজ, ম্যাক কিংবা লিনাক্স অপারেটিং সিস্টেমে চলে সমান গতিতে ।  ওপেন সোর্স টেক্সট এডিটর হওয়ায় অনলাইন এ অনেক রিসোর্স আছে এই কোড এডিটর টির । এর ডেভেলপার রা এটিকে ডেকে থাকে hackable text editor for the 21st Century.

atom code editor

Atom code editor

অ্যাটম টেক্সট এডিটর যে  Programming Language গুলো সাপোর্ট করে তার কয়েকটি হয় HTML, CSS, Less, Sass, GitHub Flavored Markdown, C/C++, C#, Go, Java, Objective-C, JavaScript, JSON, CoffeeScript, Python, PHP, Ruby  সহ আরো বেশ কিছু । Atom Text Editor ডাউনলোড করুন  https://atom.io/ থেকে এবং Documentation ঘেটে নিন https://atom.io/docs থেকে ।  আর এর Package গুলো ঘাটতে ঘেটে আসুন https://atom.io/packages

 

Brackets

Brackets – ব্রাকেটস  একটি ওপেন সোর্স কোড এডিটর এবং একই সাথে এটি ক্রোস প্ল্যাটর্ফম সার্পোট করে, ফলে আপনি উইন্ডোজ, লিনাক্স কিংবা ম্যাক, যেকোন অপারেটিং সিস্টেমে এটিকে অনায়াসে চালাতে পারবেন । এটি এডোব ( adobe ) এর একটি প্রোডাক্ট এবং ওপেন সোর্স হওয়ায় আপনি ফ্রি এটি ব্যবহার করতে পারবেন । এতে যোগ করা হয়েছে দ্রুত কোড লিখবার বেশ কিছু সুবিধা এবং ফোকাস করা হয়েছে visual tools ও preprocessor support

Bracket

Brackets

এটি ডাউনলোড করতে ও এর সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন http://brackets.io/

 

Notepad++

Notepad++ একটি বহুল পরিচিত কোড এডিটর। এটি উইন্ডোজ ভিত্তিক একটি কোড এডিটর যা শুধু উইন্ডোজ অপারেটিং সিস্টেমেই চলে । শুধু উইন্ডোজ ভিত্তিক হওয়ায়, উবুন্তু কিংবা অন্যকোন লিনাক্স বেজড অপারেটিং সিস্টেমে এটি চলবেনা । তবে এটিও বেশ জনপ্রিয় ব্যবহার কারির কাছে । এটিতেও বিভিন্ন প্লাগইন ও ইমিট দিয়ে করে ফেলা যায় দু্র্দান্ত ।

Notepad++ logo

Notepad++ logo

এটি ডাউনলোড করতে ভিজিট করুন https://notepad-plus-plus.org/  আর এর বিভিন্ন রিসোর্স গুলো পেতে ভিজিট করুন  https://notepad-plus-plus.org/resources.html

 

TextMate

TextMate কোড এডিটরটি ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য এবং এটিকে বলা হয়ে থাকে The Missing Code Editor of Max OS X.  এটি একটি পেইড টেক্সট এডিটর । TextMate কোড এডিটর Download করতে ভিজিট করুন http://macromates.com/download

 

Coda

Coda ও ম্যাক অপারেটিং সিস্টেমে চলে এবং এটি ম্যাক ইউজার দের কাছে বেশ জনপ্রিয় একটি কোড এডিটর। অনেকেই একে Sublime Text এর বিকল্প মনে করে কিংবা বলা যায় Sublime text কে ই  এর বিকল্প মনে করেন । Textmte এর মতো Coda ও পেইড কোড এডিটর । এদের ওয়েব পেইজ  https://panic.com/coda/

 

Adobe Dreamweaver

Adobe Dreamweaver এডব এর প্রডাক্ট এবং এটি অনেকের ক্ষেত্রেই  এটি প্রথম ওয়েব কোড এডিটর । নতুন দের কাছে এর জন্যপ্রিয়তার কারন হচ্ছে এতে ড্রাগ এন্ড ড্রপ অপশন আছে এবং অনেক কিছুই রেডি করা। অর্থাৎ কোড না জেনেও বেশ কিছু HTML এর কাজ করা যায় । আসলে এতে ভিজুয়াল মুডেও কাজ করা যায় এবং যে ব্যাকগ্রাউন্ডে কোড জেনারেট হতে থাকে ।

adobe Dreamweaver

adobe Dreamweaver

Dreamweaver একটি পেইড কোড এডিটর, তবে এক মাস ফ্রি ট্রায়াল ব্যবহার করা যায় । এটি Windows কিংবা Mac অপারেটিং সিস্টেমে কাজ করে । Linux ঘরানার অপারেটিং সিস্টেম গুলোতে কাজ করেনা ।  ভিজিট করে আসতে পারেন http://www.adobe.com/products/dreamweaver.html

 

কোনটি ভালো কোড এডিটর ?

উপরে যে কয়টি কোড এডিটর নিয়ে আলোচনা করেছি এ ছাড়াও আরো কিছু কোড এডিটর আছে । আর আমি শুধু কোড এডিটর গুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি । যার কাছে যেটা ভালো মনে হয় সেটাই ব্যবহার করবেন । আমি কিছুদিন Notpad++ ব্যবহার করেছি । এখন ব্যবহার করছি Sublime Text, কে জানে সামনে হয়তো আবার অন্য আর একটি ধরবো 🙂

You may also like...

4 Responses

  1. zarziz ahmed says:

    please write details about net beans

  2. Md.Harun says:

    Kivabe web dejain shikbo please text here mail

    • Md Shariar Sarkar says:

      Please stay with us, We will start that part very soon. Shortly we will update our web page and also youtube Chanel.
      Thank you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!