কল ওয়েটিং সার্ভিস চালু করা যেকোন অপারেটর
কল ওয়েটিং হলো এক ধরনের সাভিস যা চালু থাকলে মোবাইল ফোন গুলো একাধিক কল ( ইন্টারনেট কল নয়, সিম এ যে কল গুলো আসে ) গ্রহন করতে পারে এবং সেক্ষেত্রে পরের আসা কলটি অপেক্ষমান থাকে । হোক সেটা বাটন ফোন কিংবা এন্ড্রয়েড ফোন কিংবা অ্যাপল এর আই ফোন।
কল ওয়েটিং কি ?
ধরুন আপনি কারো সাথে ফোন এ কথা বলছেন । এই সময় আর একজন আপনার ফোন এ কল করলো আপনার সাথে কথা বলার জন্য । সেক্ষেত্রে যদি আপনার সিম এ কল ওয়েটিং সার্ভিস চালু থাকে, আপনার ফোন এ কলটি ঢুকবে এবং অপর পক্ষে ( যিনি কল করেছেন, তাকে ওয়েট করতে বলা হবে কিংবা তার ফোন এ ওয়েটিং দেখাবে ) । আর যদি Call Waiting Service টি চালু না থাকে, তাহলে যিনি কল করেছিলেন, তার কাছে Busy নোট যাবে এবং আপনার ফোন এ কলটি ঢুকবে না।
কল ওয়েটিং সার্ভিস চালু করা
কল ওয়েটিং সার্ভিস টি দুই ভাবে চলু করা যেতে পারেন । ক ) ফোন এ কোড ডায়াল করে এবং খ ) ফোন এ কল সেটিং পরিবর্তন করে ।
ফোন এর কোড ডায়াল করে কল ওয়েটিং চালু সব সিম এ হয় কিনা এ নিয়ে কিছুটা সন্দেহ আছে , তাই সেটি নিয়ে পরে আলোচনা করছি । চলুন দেখে নিয়া যাক কল সেটিং পরিবর্তন করে কিভাবে Call Waiting চালু করা যায় । আর এ পদ্ধতি তে যে কোন অপারেটর এর জন্য ই কার্যকর । অর্থাৎ আপনি গ্রামিনফোন, রবি কিংবা বাংলালিংক, যে অপারেটর এর সিম ই ব্যবহার করুন, সবগুলোর জন্যই কাজ করবে ।
তবে শুধু সেই সিম গুলো ফোন এ লাগানো অবস্থায় দেকে নিন সার্ভিস টি চালু আছে কি না । না থাকলে নিচের দেখানো ধাপগুলো অনুসরন করে সহজেই একটিভ করে নিন ওয়েটিং সার্ভিস টি ।
বাটন ফোন এ Call Waiting চালু করা
আমার কাছে দুটি বাটন ফোন আছে, একটি নোকিয়া ও অন্য টি স্যামসাং এর এবং এই দুটির ক্ষেত্রে লিখে দিলাম পদ্ধতি গুলো।
নোকিয়া বাটন ফোন এ ক্ষেত্রে ওয়েটিং সার্ভিস চালু করা
- মেনু থেকে সেটিংস এ যান বা সিলেক্ট করুন ।
- কল সেটিং (Call Settings) এ যান বা সিলেক্ট করুন ।
- কল ওয়েটিং সার্ভিস (Call Waiting Service) এ যান ।
- এবার একটিভেট (Activate) এ ওকে করুন ।
স্যামসাং বাটন ফোন এ ক্ষেত্রে ওয়েটিং সার্ভিস চালু করা
- মেনু থেকে সেটিংস এ যান বা সিলেক্ট করুন ।
- Applications সিলেক্ট করুন ।
- Call সিলেক্ট করুন, Call settings চালু হবে ।
- Voice Call সিলেক্ট করুন ।
- Call Waiting সিলেক্ট করুন ।
- একটু পর Status দেখাবে,সার্ভিস টি চালু থাকলে Activated দেখাবে, না থাকলে Deactivated দেখাবে ।
- Options এ ক্লিক করে Activate করে নিন ।
এন্ড্রয়েড ফোন এ কল Waiting চালু করা
আমার কাছে দুটি এন্ড্রয়েড ফোন আছে এবং দুই ফোন এ ওয়েটিং সার্ভিস টি চালুর দুই রকম পদ্ধতি । আমি দুই ধরনের পদ্ধতিই আলোচনা করছি যাতে যেই ফোন ই হোক, আপনি যেন করে নিতে পারেন ।
শুরুতেই Huawei GR5 Phone এর জন্য দেখাচ্ছি । আমার মনে হয় অধিকাংশ এন্ড্রয়েড ফোন এ এই পদ্ধতি টি কাজ করবে ।
Huawei Android Phone এ কল ওয়েটিং সার্ভিস চালু বা বন্ধ করা করা
- কল ডায়াল প্যাড চালু করুন এবং নিচে ডান কোনায় ৩ টি বার এ ক্লিক করুন ।
- Settings এ যান ।
- Additional Settings যান ।
- Call Waiting চালু বা বন্ধ করুন । নিচের ছবিটি দেখুন ।
Redmi Phone এ চালু করা
- কল ডায়াল প্যাড চালু করুন এবং নিচে বাম কোনায় ৩ টি বার এ ক্লিক করুন । উপরের ছবিটির মতো ।
- সেটিংস এ যান ।
- Call Waiting চালু বা বন্ধ করুন ।
Samsung Android Phone এ কল ওয়েটিং সার্ভিস চালু বা বন্ধ করা
এবার দেখা যাক স্যামসাং এন্ড্রয়েড ফোন এ কিভাবে করা যায় এই কাজ টি । আমি আমার Samsung M30s Android Phone এ করেছি কাজ টা । চলুন দেখা যাক ধাপ গুলো ।
- কল ডায়াল প্যাড চালু করুন এবং উপরে ডান কোনায় ৩ টি ডট এ ক্লিক করুন ।
- Settings এ যান ।
- Supplementary Services এ যান ।
- Call Waiting চালু বা বন্ধ করুন । নিচের ছবিটি দেখুন ।
আই ফোন এ কল ওয়েটিং চালু বা বন্ধ করা
অ্যাপল এর আই ফোন গুলোর অপারেটিং সিস্টেম হয় iOS এবং আই ফোন এ সার্ভিস টি চালু বা বন্ধ করতে নিচের ধাপ গুলো অনুসরন করুন ।
- Settings এ যান ।
- Phone এ যান ।
- Call Waiting এ যান ।
- Call Waiting সার্ভিস টি চালু বা বন্ধ করুন ।
Good
tecno phn e waiting system on korbo kivabe vai… ?