কিভাবে দেশে বিদেশে ফ্রি কল করবেন মোবাইল বা ল্যান্ড ফোন এ
অনেকের ই দেশের বাইরে কল করতে হয় এবং দেশের বাইরে কল করতে গেলে টের পাওয়া যায় মোবাইলের বিল কিভাবে ওঠে 😀 আজ আলোচনা করবো কিভাবে আপনি দেশের বাইরে কিংবা দেশেই ফ্রি কল করতে পারেন হোক সেটা মোবাইল কিংবা ল্যান্ড ফোন এ । তো চলুন, জেনে নেয়া যাক কিভাবে দেশে বিদেশে ফ্রি কল করবেন মোবাইল বা ল্যান্ড ফোন এ ।
আমরা আসলে একটি ফ্রি কল করার এন্ড্রয়েড এপ্লিকেশন ব্যবহার করবো । আপনি ফ্রি কল করতে পারলেও আপনাকে কিছু কাজ করে ফ্রি কল করবার জন্য ক্রেডিট আর্ন করতে হবে । তো সেই দিক দিয়ে দেখতে গেলে পুরো ফ্রি না 🙂
Note : বাংলাদেশ থেকে ইদানিং কল করা যাচ্ছেনা এই অ্যাপ দিয়ে ।
ফ্রি কল করার সফটওয়ার
আমরা যে এপ্লকেশন টি ব্যবহার করবো তার নাম WhatsCall যেটি এখন পর্যন্ত ডাউনলোড হয়েছে ১০,০০০,০০০ থেকে ৫০,০০০,০০০ এবং ৬৮০,৯০৭ রেটং এর মধ্যে ৫ স্ট্র রেটিং পেয়েছে ৫৪৩৯৫২ টি । এর ব্যবহার কারির সংখ্যা মোটেও কম নয় । এটি দিয়ে আপনি ইন্সটেন্ট ম্যাসেজ, ফটো পাঠানো, এবং ভয়েস ম্যাসেজ পাঠাতে পারবেন । আর মোবাইল বা ল্যান্ড ফোন এ বিনা পয়সায় কল করার অপশনটি তো থাকছেই, এমনকি তারা ইন্টারনেটের আওতার বাইরে থাকলেও, শুধু আপনার ফোনে ইন্টারনেট থাকলেই চলবে । সফটওয়ার টি আপনার ফোনে ডাউনলোড করতে এই লিংকটিতে ই ক্লিক করুন । তবে তার আগে দেখে নেয়া যাক এটি কিভাবে আপনি ব্যবহার করবেন। আসলে ব্যবহারটি খুবই সহজ, তবে ফ্রি কল করতে গেলে কিছু কাজ করতে হবে আপনাকে যা আপনার একাউন্টে কল করবার ক্রেডিট এড করবে ।
কি করে ক্রেডিট এড করবেন
এপ টি যদি কারো রেফারেন্স এ ডাউনলোজ করে থাকেন তাহলে আপনার একাডন্ড এ যোগ হয়ে যাবে ১০০০ ক্রেডিট যা দিয়ে আপনি বাংলাদেশি যেকোন নাম্বারে কল করতে পারবেন প্রায় ৪ মিনিট । এবার আরো ক্রেডিট যোগ করবার পালা । এরা প্রিতি দিন আপনাকে কম পক্ষে ২০০০ ক্রেডিট এড করতে দিবে, তবে তার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে । আর সেটি হল এদের এপস ব্যবহার করে অনলাইন এ কিছু এড দেখতে হবে । আসলে কিছুই ফ্রি হয়না 🙂 তাই তাদের কিছু এড দেখে আমরা তাদের উপকার করছি আর বিনিময়ে পাচ্ছি কল করবার জন্য ক্রেডিট।
এছারাও প্রতিদিন কিছু অতিরিক্ত কাজ দেয় যা করলেও আপনার ক্রেডিট বাড়বে । থাকছে প্রতিদিন Daily Check in করে এবং Friends দের রেফার করে আরও ফ্রি কল করার ক্রেডিট বাড়ানোর অপশন । তো হটসকল নামের এই ফ্রি কলিং এপটি ওপেন করলে উপরের মতো দেখাবে, ২য যে স্ক্রিনটির উপরের ডান পাশে দেখুন, লাল কালিতে লেখা আছে ***** Credits Reaming এটিতে ক্লিক/টাচ করুন কিংবা নিচের Credits লিখা মেনুটিতে টাচ করুন। নিচের মতো আর একটি পার্ট আসবে ( বাম পাসের টি ) ।
বাম পাসের যে ছবিটি আছে সেটির মাঝখানে GO তে টাচ করলে হুইলটি কিছুক্ষন ঘুরবে এবং এক সময় কোন একটি চুজ করবে, আর আপনি পাবের সেই পরিমান Credits, ( ডান পাসের ছবিটির মতো ) । এবর Got It এ টাচ করলে দেখবেন যে আপনার সামনে একটি এড এসেছে । কিছুক্ষন ওয়েট করুন , মিনিমাম ৩০ সেকেন্ড, এর পর বেক এ চাপ দিয়ে ফিরে আসুন । দেখবেন যে একটি রেটিং দিয়ে সেই হুইলটি আবার এসেছে, আবার GO তে টাচ করুন 🙂 এভাবে আপনি প্রতিদিন ২০০০ ক্রেডিট পাবেন এখান থেকে ।
কীভাবে ইন্টারনেট থেকে বিনামূল্যে যেকোন ফোনে কল করা যায়? আমরা জেনে ফেলেছি অনেকটা 🙂 ফ্রি কল করার এপসটি আপনার ফোনে ডাউনলোড করতে এই লিংকটিতে ই ক্লিক করুন , আর হ্যা চলুন দেখে নিই কল রেট কেমন 🙂
কল রেট বলতে আশলে কি পরিমান ক্রেডিট কাটবে বিভিন্ন দেশে কল করার ক্ষেত্রে সেটির কথা বলছি । দেশ ভেদে এটি কম বেশি হয় যেমন আপনি যদি বাংলাদেশের নাম্বারে কল করেন ও একটু বেশি কিন্তু ইন্ডিয়ান নাম্বারে কল করলে কম ক্রেডিট কাটবে।
তো সেই কল রেট জানতে প্রথমে টাচ করুন নিচের Credits বাটনের ডান পাশের Me বাটনে। এবার যা আসবে তার ভেতরে দেখেন Check Call Rates আছে । সেটাতে টাচ করুন এবং পেয়ে যাবেন কল রেট ।
Call Rates নিয়ে আর চিন্তা কি ? Free Credit add করা তো সেখানোই হল 🙂 ভালো থাকবেন আর ফ্রি কল করার অ্যাপ টি ভালো ভাবে ইউজ করবেন আর দেখবেন যেন আপনার এই ফ্রি কল এর জন্য অন্যরা যেনো ঝামেলা না পোহায় । ধন্যবাদ
server no response, ata ase