হিস্টোরি ব্রাশ টুলের ব্যবহার – History Brush Tool – Photoshop 29
আমরা ফটোশপে ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে আলোচনা করার সময় দেখিয়েছি যে আপনি চাইলে যে কোন ছবি বা ছবির একটি অংশ ক্লোন করে নিতে পারেন । আর এর ঠিক আগের ফটোশপ টিউটোরিয়াল এ ফটোশপে আনডু কিংবা রিডু করাও দেখিয়েছি । এবার দেখাবো ফটোশপের হিস্টোরি ব্রাশ টুল এর ব্যবহার ব্যবহার। কিন্তু কেন ব্যবহার করবেন এই টুল নিচের অংশে সেটি আগে দেখে নেই চলুন ।
আপনি ক্লোন স্ট্যামপ টুল দিয়ে ছবির একটি অংশ ক্লোন করার পরও বেশ কিছু কাজ করে ফেলেছেন । কিন্তু মনে হলো যে ক্লোন করাটা ঠিক হয়নি, বদল করা দরকার । আনডু করলে সবই মুছে যাবে, মানে ক্লোন করার পরে যা যা করেছিলেন সেগুলোও । কিন্তু সেগুলো ঠিক রেছে শুধু ক্লোন করা অংশটি মুছে ফেলা যায় ফটোশপের হিস্টোরি ব্রাশ টুল ব্যবহার করে ।
ফটোশপে কিবোর্ড থেকে Ctrl + Alt + Z কি প্রেস করলে, এক স্টেপ করে পিছে যাওয়া যায় । তবে ইমেজের ভুল হওয়া অংশটি যাবার জন্য আমরা ফটোশপ থেকে History Brush Tool ব্যবহার করতে পারি । ত চলুন নিচের অংশে দেখে নেই , ফটোশপে History ব্রাশ টুল কিভাবে ব্যবহার করা যায় ।
আমরা ইতি পূর্বে ফটোশপের বেশ কিছু টুলের ব্যবহার নিয়ে আলোচনা করেছি । যেমন, মারকিউ টুল, ক্রপ টুল, ল্যাসো টুল এবং কুইক সিলেকশন টুলের ব্যবহার । আজকে তারই আলোকে আমরা নিচের অংশে শিখবো, হিস্টোরি ব্রাশ টুলের ব্যবহার, চলুন দেখে নেওয়া যাক ।
হিস্টোরি ব্রাশ টুল (History Brush Tool):
নিচের ছবি ব্যবহার করে আমরা হিস্টোরি ব্রাশ টুলের ব্যবহার সম্পর্কে আলোচনা করবো ।
উপরের ছবিতে দেখুন ।
উপরের ছবিতে ভালো ভাবে দেখুন । আমরা ফটোশপ থেকে clone Stamp Tool ব্যবহার করে উপরের ছবির ডুপ্লিকেট কপি তৈরি করে নিয়েছি, সাথে আরো কিছু কাজ করেছি। কিন্তু এবার আপনি চাচ্ছেন, ছবির আগের অবস্থায় ফিরে যেতে । তো ছবির আগের অবস্থায় ফিরে যাবার জন্য,
ফটোশপ টুলবক্স থেকে উপরের লাল মার্ক করা আইকনের উপর মাউস পয়েন্টার নিয়ে গিয়ে মাউস থেকে রাইট বাটনে ক্লিক করে History Brush Tool নির্বাচন করুন ।
উপরের ছবিতে ভালো ভাবে দেখুন । হিস্টোরি ব্রাশ টুল সিলেক্ট করা অবস্থায় মাউস পয়েন্টার দিয়ে ছবিতে ড্রাগ করতে থাকুন । দেখবেন, উপরের ছবির ডাবল অংশেগুলো ধীরে ধীরে মুছে যাবে, ঠিক উপরের ছবির মতো ।
হিস্ট্রি ব্রাশ টুল ব্যবহার করার সময় মাউস পয়েন্টারের সাইজ বড় কিংবা ছোট করবার প্রয়োজন পড়লে , কিবোর্ড থেকে [ কিংবা ] চাপুন ।
আরেক ভাবে আমরা ছবির প্রথম অংশে ফিরে আসতেপারি । নিচের অংশে দেখুন ,
ফটোশপে কোন ডকুমেন্ট কিংবা ইমেজে কাজ করার সময় ফটোশপের ডান পাশে প্যালেট বক্সের উপরে দিকে উপরের ছবির মতো HISTORY বক্স দেখা যাবে, সেটিতে আপনার কাজের সম্পর্ন History জমা হবে । আপনি চাইলে সেখান এক ক্লিকে ছবির আগের বা ডকুমেন্টের আগের অবস্থায় ফিতে পারেন । যেমন, উপরের লাল মার্ক করা Open লেখায় ক্লিক করলে ছবির প্রথম অংশে দেখা যাবে ।
আবার কোন ক্ষেত্রে History প্যালেট বক্স না থাকলে, Window থেকে History লেখা অপশনে ক্লিক করুন । দেখবেন হিস্টোরি প্যালেট বক্স ফটোশপে শো করবে ।
আবার ব্রাশ পরিবর্তন করতে চাইলে, হিস্ট্রি ব্রাশ টুল সিলেকশন থাকা অবস্থায় মাউস থেকে রাইট বাটনে ক্লিক করুন । দেখবেন নিচের ছবির মতো ব্রাশ বক্স ওপেন হবে ।
উপরের ছবি থেকে আপনি আপনার পছন্দ মতো যেকোন ধরনের ব্রাশ নির্বাচন করে ব্যবহার করতে পারেন ।