Font change

Nazmul Hossen asked 6 years ago

আমার ল্যাপটপ এ Microsoft word এ শুদু মাত্র ডিফল্ট ফন্ট ছাড়া আর অন্য কোন ফন্ট ব্যাবহার করতে পারছি না,কিভাবে আমি এই সমস্যা সমাধান করবো?


1 Answers
Md Shariar Sarkar Staff answered 6 years ago

আপনি ফন্ট বদল করতে জানেন কিনা সেটা জানিনা । যদি না জেনে থাকেন তাহলে দেখে নিতে পারেন কিভাবে Microsoft word এ  ফন্ট ব্যবহার বা বদল করতে হয় এই লিংক থেকে  Font, Font Size, Font Color, Underline, Bold ও Italic এর ব্যবহার


আর যদি আপনার কম্পিউটার এ ফন্ট ইন্সটল না দেয়া থাকে ( সাধারনত থাকবার কথা বিজয় বাংলা বা অন্য ইস্টাইলিস ফন্ট গুলো ছাড়া ) তাহলে ফন্ট পাইল এর উপর ডাবল ক্লিক করে ওপেন করার পর দেখবেন ইন্সটল লেখা থাকবে, সেটিতে ক্লিক করে ফন্ট ইন্সটল করে নিতে পারেন ।

আর যদি অন্য কোন প্রবলেম হয়, তাহলে আমাদের জানাতে ভুলবেন না । আমরা চেস্টা করবো যতটা সাপোর্ট দেয়া যায় ।

Nazmul Hossen replied 6 years ago

ভাইয়া আমার ল্যাপটপ এ অনেক গুলা ফন্ট আছে কিন্তু যখন sutonnymj সিলেক্ট করে লিখতে যাই তখন আবার nirmala ui ফন্ট টা চলে আসে

Md Shariar Sarkar Staff replied 6 years ago

আপনি sutonnymj font এ লিখবার জন্য কোন কীবোর্ড ব্যবহার করেন জানালে ভাল হত। sutonnymj font এ বাংলা লিখলে সাধারনত বিজয় কিবোর্ড ব্যবহার করা হয়।
তবে বিজয় কিবোর্ড এর ইউনিকোড ব্যবহার করলে sutonnymj কাজ করবেনা।

Your Answer

10 + 8 =

error: Content is protected !!