হ্যান্ড টুল ও জুম টুলের ব্যবহার – Photoshop 56

বড় ইমেজ গুলো ছোট বা বড়ো করে কাজ করার প্রয়োজন পড়ে এবং বিভিন্য দিকে সরিয়ে সরিয়েও কাজ করার প্রয়োজন পড়ে । ফটোশপে ছবিগুলো ছোট বা বড়ো করে দেখার জন্য Zoom Tool ব্যবহার করা হয় । আর ছবিকে বিভিন্য দিকে সরানোর জন্য Hand Tool. চলুন কিবোর্ড শটকার্ট সহ দেখে নেই হ্যান্ড টুল ও জুম টুলের ব্যবহার


কিভাবে.কমে ইতি পূর্বে আমরা পার্ট বাই পার্ট ফটোশপ টুলের টিউটোরিয়াল নিয়ে আলোচনা করেছি । আজকে তারই ধারাবাহিকতায় আমরা ফটোশপে হ্যান্ড টুল ও জুম টুলের ব্যবহার নিয়ে আলোচনা করবো । কথা না বাড়িয়ে চলুন নিচের অংশে দেখে নেই ।

জুম টুল  Zoom Tool

জুম টুল ব্যবহার করে ফটোশপে ছবি গুলোকে zoom in ( বড়ো ) কিংবা  zoom out ( ছোট ) করে দেখা সম্ভব । অনেক সময় ছবির খুদ্র খুদ্র অংশ নিয়ে কাজ করতে হয় আমাদের । সেই সময় জুম করে কাজ করলে সহজ হয় ।

ফটোশপ জুম টুল ব্যবহার করার জন্য আপনি আপনার ফটোশপ প্রোগ্রাম থেকে ফটোশপ টুলবক্স যান ।

Select Zoom Tool

Select Zoom Tool

এবার ফটোশপ টুলবক্স থেকে উপরের ছবি লাল মার্ক করা ম্যাগনিফাইং গ্লাস আইকনের উপর ক্লিক করুন । ক্লিক করার পর আপনার জুম টুল নির্বাচন হয়ে যাবে ।

Zoom টুল নির্বাচন হয়ে গেলে দেখবেন মাউচ পয়েন্টার ম্যাগনিফাইং গ্লাস এর মতো হয়ে গেছে এবং এর ভেতরে একটি + সাইন ।

এবার এর সাহায্যে ইমেজের উপরে যতবার ক্লিক করুন । দেখবেন ইমেজটি বড় হয়ে প্রদর্শিত হচ্ছে । যতবার আপনি ইমেজের উপর  ক্লিক করবেন, তত বারই ইমেজটি বড় হতে থাকবে । কিবোর্ড শর্টকাট Ctrl + চাপুন ।

জুম হওয়া কোন ইমেজকে জুম আউট করে ছোট ভিউতে দেখতে চান, তাহলে কিবোর্ড Alt কি চেপে ধরুন । Alt কি চাপলে মাউসের ম্যাগনিফাইং গ্লাস ভেতর মাইনাস চিহ্ন ( – ) দেখা যাবে । কিবোর্ড শর্টকাট Ctrl  – কি প্রেস করুন । জুম আউট হবে ।

Note : zoom tool ইমেজ কে শুধু বড় বা ছোট করে দেখায় ।

Ctrl + 0 = ছবিগুলো ওয়ার্ক স্পেসের পুরোটা অশং জুড়ে থাকবে । ছোট ইমেজ বড় হবে আর বড়ো ইমেজ ছোট করে দেখানো হবে, তবে পুরোরা জুড়ে ।

Ctrl + Alt + 0 =  ছবিকে ১০০% জুম করে দেখায় ।

হ্যান্ড টুলের (Hand Tool):

হ্যান্ড টুল দেখতে হাতের মতো । নিচের ছবিতে দেখুন টুলবার থেকে হ্যান্ড টুল কিভাবে নেয়া যায় ।

 

Select Hand Tool

Select Hand Tool

ফটোশপ প্রোগ্রাম চালু করার পর ফটোশপ টুলবক্স থেকে উপরের ছবির লাল মার্ক করা আইকনের উপর মাউস পয়েন্টার নিয়ে গিয়ে মাউস থেকে রাইট বাটনে ক্লিক করুন । ক্লিক করার পর Hand Tool লেখা অপশন বের হবে, এবার সেই অপশনটি ক্লিক করে নির্বাচন করে নিন ।

কিবোর্ড কমান্ড: Space-bar চেপে ধরে রাখলে দেখবেন মাউচ পয়েন্টার হ্যান্ডটুল হয়ে গেছে । আবার  Space-bar  ছেড়ে দিলেই যে টুল সিলেক্ট ছিলো সেটিতে ব্যাক করবে ।

তো কোন ছবি ফটোশপে ওপেন থাকা অবস্থায় এই টুলটি কাজ করে । ছবি  ওপেন থাকা অবস্থায় কিবোর্ড থেকে Ctrl+Alt+0 (0 = Zero) চাপুন একসাথে, দেখবেন যে যদি ছবিটি বড় আকারের হয়, সেটি ১০০% zoom এ আসবে । এবার Hand Tool  একটিভ করে ক্লিক করে সরাতে থাকুন ছবিটি । দেখবেন যে এর বিভিন্য অংশ বড় আকারে দেখতে পারছেন ।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!