EMP কি?

তৈবর asked 5 years ago

EMP কি? অনেক মুভিতে এই শব্দটি পাই । এর কাজ কি ? 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 5 years ago

EMP কি?

Electromagnetic Pulse কে সংক্ষেপে EMP বলে ।  EMP হচ্ছে  একটি  তাৎক্ষণিক তড়িৎ চৌম্বকীয় শক্তি  ( Electromagnetic  Enegry )  যা প্রাকিতিক ভাবে তৈরি হয় । বিশেষ করে আকাশে বিদ্যুৎ চমকালে, বিদ্যুৎ চমকানোর আগে যে শক্তি উৎপন্ন হয়, সেটি EMP এবং এই শক্তিটি খুবই শক্তিশালী হয় ।


প্রাকৃতিক ইএমপি বিদ্যুতের কারণে ক্ষুদ্র আকারে বা জিওম্যাগনেটিক ঝড়ের কারণে বৃহত আকারে হতে পারে। মানবসৃষ্ট EMP গুলি সাধারণত পারমাণবিক বিস্ফোরণের মাধ্যমে তৈরি করা হয়।

বিশ্বের তৈরি পরাশক্তিরা পারমাণবিক পরীক্ষা শুরু করার সাথে সাথে মানব-তৈরি EMP ক্ষমতাগুলি প্রথম আবিষ্কার হয়েছিল। উল্লেখযোগ্যভাবে, ১৯৬২ সালে স্টারফিশ প্রাইম টেস্ট, যেখানে প্রশান্ত মহাসাগরের উপরে একটি 1.4 মেগাটন বোমা বিস্ফোরণ হয়েছিল, তার ফলে 1,400 কিলোমিটার দূরে বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষতি হয়েছিল।

Your Answer

8 + 15 =

error: Content is protected !!