LED বাল্ব এর সুবিধা কি কি ?

উত্তম asked 6 years ago

LED বাতি ব্যবহার করলে কি কি শুবিধা পাবো ? এর আলো চোখের কোন খতি করে করে নাকি ?


উত্তম replied 6 years ago

এল ই ডি বাতির বিস্তারিত জানালে ভালো হয়

2 Answers
Imran Hossain answered 6 years ago

LED বাল্ব এর সুবিধা

LED বাল্ব ব্যবহার করে আমরা বেশ সুবিধা পেয়ে থাকি । যেমন ধরুন, LED বাল্ব বিদ্যুৎ সাশ্রয়ী বাতি, একপ্রকার বৈদ্যুতিক বাতি যা ব্যবহারে কম বিদ্যুৎ প্রয়োজন হয়ে থাকে ।  প্রকৃত নাম হলো কমপ্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প ( সংক্ষেপে সিএফএল)। বিশেষ প্রযুক্তির কারণে এই বাতি সাধারণ অর্থাৎ ইনক্যানডিসেন্ট ল্যাম্প থেকে কম বিদ্যুৎ ব্যবহার করে এবং একই সঙ্গে অল্প বিদ্যুৎ থেকে বেশী আলো বিকীরণ করে।
সাধারণত বাসা বাড়িতে ব্যবহারের জন্য ৬০ ওয়াট থেকে ১০০ ওয়াটের বিভিন্ন প্রকার সাধারণ বাতি বা বাল্ব ব্যবহার করা হয়। যার অর্থ হলো প্রতি ঘণ্টায় এই বাল্বগুলো ৬০ ওয়াট থেকে ১০০ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। কিন্তু সমপরিমাণ আলো পেতে বিদ্যুৎ সাশ্রয়ী বাতির বিদ্যুৎ খরচ হয় মাত্র ৯ থেকে ১১ ওয়াট। LED বাল্ব ব্যবহার করলে চোখে ক্ষতি করে না বলেই চলে । তাছাড়া এলইডি বাতি পরিবেশ বান্ধব ।


ghju answered 2 years ago

noob


Your Answer

14 + 20 =

error: Content is protected !!