বায়ু দূষণের কারণঃ
মানুষের সৃষ্ট কর্মকান্ডেই বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ। নিম্নে বায়ু দূষণের কারণসমূহ উল্লেখ করা হলোঃ
- বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, ধুলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে। এই দূষণই প্রাকৃতিক ও জীববৈচিত্র্যের অনেক ক্ষতি সাধন করে।
- জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয়। কলকারখানা ও যানবাহন থেকে এ সকল গ্যাস বায়ুতে এসে বায়ুকে দূষিত করে।
- গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোয়া থেকেও বায়ু দূষিত হয়।
- যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা এবং মলমূত্র ত্যাগের কারণে বায়ুতে দুর্গন্ধ ছড়িয়ে বায়ুকে দূষিত করে।