কিভাবে docx ফাইল doc ফরম্যাটে সেভ করবো
তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত সকল বন্ধুদের সালাম ও শুভেচ্ছা। কিভাবে.কমে আমরা চেষ্টা করি আপনাদের চাহিদা সম্পন্ন সকল বিষয়ের তথ্য গুলো নিয়ে আলোচনা করতে। সেই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করবো কিভাবে docx ফাইল doc ফরম্যাটে সেভ করতে হয় সে সম্পর্কে। আসলে এই সকল ফাইল ফরম্যাটিং কম্পিউটার ব্যবহারকারিদের নিত্য প্রয়োজনীয় বিষয়। আর তাই যাদের এই সম্পর্কে ধারণা একটু কম বা ধারণা নেই সেই সকল বন্ধুদের বলছি, আপনারা আমাদের এই আলোচনা ফলো করুন। আশা করি খুব সহজেই শিখতে পারবেন কিভাবে docx ফাইল doc ফরম্যাটে সেভ করার নিয়ম সহ বিভিন্ন ফরম্যাটে ফাইল কনভার্ট ও সেভ করার পদ্ধতি সম্পর্কে। চলুন তাহলে আর দেরি না করে জেনে নেয়া জাক docx ফাইল doc ফরম্যাটে সেভ করবো।
ইতি পূর্বে আমরা অডিও ও ভিডিও থেকে শুরু করে ভিবিন্ন ধরনের ফাইল ও ডকুমেন্ট কিভাবে কনভার্ট করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনাদের সুবিধার্থে একটি লিঙ্কটি দেয়া হল, এই লিংকে ক্লিক করলে অডিও ও ভিডিও থেকে শুরু করে ভিবিন্ন ধরনের ফাইল ও ডকুমেন্ট কনভার্ট করার পদ্ধতি গুলো পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ডকুমেন্ট ও ফাইল কনভার্ট করার নিয়ম।
docx ফাইল ও doc ফাইলের মধ্যে পার্থক্য টা হয়তো অনেকেই জানেন এবার অনেকেই জানেন না। doc ফাইল গুলো normally Office Program 2003 তে বা তার আগের ভার্সনে ওপেন হয় না। আবার doc ফাইল গুলো Office Program 2003 সহ বর্তমানে সকল আপগ্রেট Office Program এ ওপেন হয়। সে জন্যে আমরা যেহেতু বর্তমানে Office Program এর আপগ্রেট ভার্সন গুলো বেশি ব্যবহার করছি তাই docx ফাইল গুলো doc ফাইলে কনভার্ট কিভাবে করতে হয় সে সম্পর্কে জানা না থাকলে অনেক সমউ সমস্যায় পরতে পারেন।
উপরের চিত্রে লালদাগ অংশে লক্ষ্য করুন, এখানে একটি docx ফাইল ওপেন করা হয়েছে। এখন আপনি এই ফাইলটিকে doc ফাইলে কনভার্ট করতে চাইলে উপরের দেখানো লালদাগ চিহ্নিত File অপশনে ক্লিক করুন, একটি অপশন মেনু আসবে।
উপরের চিত্রে লক্ষ্য করুন File অপশনে ক্লিক করার পর একটি অপশন মেনু এসেছে। অপশন মেনুতে Save as এ ক্লিক করুন, ফাইলটি সেভ করার জন্য যে লোকেশন প্রয়জপ্ন সেই লোকেশন নির্দেশের জন্য পুনরায় একটি অপশন মেনু আসবে।
উপরের চিত্রে লক্ষ্য করুন, Save As এ ক্লিক করার পর লোকেশন নির্ধারণের জন্য পুনরায় একটি অপশন মেনু এসেছে। এবার এখানে Desktop এ ক্লিক করুন, তাহলে একটি Save as নামের একটি ডায়ালগ বক্স আসবে। ডায়ালগ বক্সে Save as Type এর ঘরে ক্লিক করুন, একটি ফাইল টাইপের লিস্ট আসবে। সেখানে Word Document (*.doc) এ ক্লিক করুন, তারপর ডায়ালগ বক্সের Save এ ক্লিক করুন। তাহলে আপনার ফাইলটি doc ফাইলে সেভ হয়ে যাবে।
উপরের চিত্রে লক্ষ্য করুন, Save As নামের ডায়ালগ বক্সে Save as type অপশন থেকে ফাইল টাইপ লিস্ট বের করে Word Document (*.doc) ফাইল টাইপটি বাছাই করে তাতে ক্লিক করা হয়েছে।
উপরের চিত্রে লক্ষ্য করুন, doc ফাইল টাইপটি বাছাই করে Save এ ক্লিক করলে আপনার docx ফাইলটি doc ফাইলে সেভ হয়ে যাবে।
এই ছিল আমাদের আজকের আলোচনা। এখন নিশ্চয় বুঝতে পারছেন কিভাবে docx ফাইল doc ফরম্যাটে সেভ করতে হয়। যদি আমাদের এই আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে শিখতে সাহায্য করুন আপনার প্রিয়জনদের। এর সেই সাথে কমেন্ট করে আপনার মতামত আমাদেরকে জানান। আপনার মতামত ও চাহিদার ভিত্তিতে আমরা চেষ্টা করে চলেছি কিভাবে.কম এর তথ্য গুলো নিয়ে আলোচনা করতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ…
আমি ওয়ার্ড ফরম্যাটে পান্ডুলিপি পাঠাতে চাই
কিন্তু কিছুতেই বুঝতে পারছি না কিভাবে করবো।
ল্যাপটব নয় ফোন দিয়ে ।
যদি একটু বলতে
প্লে স্টোর থেকে Microsoft এর Word program টি নামিয়ে নিন আপনার ফোনে । এবার সেটি দিয়ে আপনার কাজ টি করতে পারেন।