মোবাইল RAM কি
RAM এর পূর্ণ অর্থ হল (Random Access Memory) এবং এটি কম্পিটারের ক্ষনস্থায়ী মেমোরি। এর সৃতি সংরক্ষণ প্রক্রিয়া বিদ্যুৎ প্রবাহের উপরে নির্ভরশীল । অর্থাৎ যতক্ষণ বিদ্যুৎ প্রবাহ সচল থাকবে ততোক্ষণ RAM তার সৃতি সংরক্ষণের কাজ করে যাবে। কিন্তু বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে RAM থেকে সকল সৃতি মুছে যায়। তাকেই রাম বলে হয়। RAM সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন, RAM
RAM barabo ki vabe?