Chrome কিংবা Firefox এ বাংলা লেখা সমস্যা সমাধান
মাঝে মাঝে আমরা যখন Chrome কিংবা Firefox এ এড্রেসবারে বাংলা লিখে কোন কিছু সার্চ করতে যাই, তখন বাংলা লেখাগুলো সাপোর্ট করে থাকে না অথবা বাংলা লেখার ওয়েব সাইটগুলো পড়া যায়না। বাংলা লেখাগুলো ঘর আকৃতির দেখা যায়। বিশেষ করে এই ধরনের সমস্যা হয়ে থাকে নতুন করে Windows Install দেওয়ার পর। তো কিভাবে Web Browser এ বাংলা সমস্যা সমাধান করা যায়। তো চলুন নিচের অংশে দেখে নেওয়া যাক।
Chrome এ বাংলা লেখা সমস্যা সমাধানঃ
আমি আমার ক্ষেত্রে chrome ব্রাউজারে কিভাবে বাংলা লেখা সমস্যা সমাধান করা যায়, তা নিচের অংশে তুলে ধরবো। Chrome এ বাংলা লেখা সমস্যা সমাধান করবার জন্য আমরা কম্পিউটার ডিভাইসে এক্সটা ভাবে একটি ফন্ট ব্যবহার করবো, যার নাম Vrinda Font অথবা যেকোন বাংলা ইউনিকোড ফন্ট যার মধ্যে Siyam Rupali কিংবা SolaimanLipo ও বেশ পরিচিত ।
Vrinda Font ইন্সটল করবার জন্য প্রথমে যেকোন ব্রাউজার এ গিয়ে Vrinda Font লিখে Enter প্রেস করুন। Enter প্রেস করার পর নিচের দিকে বেশ কিছু অপশন দেখা যাবে। এবার সেখান থেকে Vrinda Font ডাউনলোড করে ইন্সটল করে নিন।
তবে কখন কখন ফন্ট ইন্সটল করার পর chrome এ বাংলা লেখা সমস্যা সমাধান হয়ে যায়।তারপরেও যদি বাংলা লেখা সমস্যা সমাধান না হয়। সেক্ষেত্রে chrome সেটিং থেকে তা ঠিক করে নিতে পারেন। তো নিচের অংশে দেখে নেওয়া যাক।
chrome এ বাংলা লেখা সমস্যা সমাধান করার জন্য কম্পিউটার ডিভাইস থেকে chrome ব্রাউজার ওপেন করুন। chrome ব্রাউজার ওপেন করার পর এবার সেখান থেকে chrome Setting এ যান। ক্রম সেটিং এ যাওয়ার পর নিচের ছবিটির মতো পেজ দেখা যাবে।
এবার chrome ব্রাউজারে বাংলা লেখা ঠিক করার জন্য উপরের লাল মার্ক করা Customize fonts লেখা অপশনে ক্লিক করুন। তবে আপনার ক্ষেত্রে সেটিং অন্যও আসতে পারে। Customize fonts এ ক্লিক করার পর নিচের ছবিটির মতো পেজ দেখা যাবে।
এবার সেখান থেকে উপরের লাল মার্ক করা অংশগুলোতে ক্লিক করে Siyam Rupali লেখা অপশন ক্লিক করুণ। আমি আগে থেকেই Siyam Rupali অপশন সিলেক্ট করেছি। এবার ব্রাউজারে গিয়ে চেক করে নিতে পারেন, বাংলা লেখাগুলো ঠিক আছে কিনা।
Firefox এ বাংলা লেখা সমস্যা সমাধানঃ
firebox এ বাংলা লেখা সমস্যা সমাধান করার জন্য ইউনিকোড বাংলা ফন্ট ইন্সটল করলেই বাংলা লেখা সমস্যা সমাধান হয়। প্রয়োজনে ফন্ট ইন্সটল দেবার পর একবার Restart দিয়ে নেবেন।
আমার সমস্যা টা আলাদা।
২ দিন ধরে আমি কেবল অপেরা মিনি ছাড়া আর কোন ব্রাউজারেই বাংলা লিখতে পারছি না। উলটা পালটা লেখা উঠে।
তবে অন্য সব জায়গায় এ সঠিক ভাবে লেখা যায়।
কেবল ব্রাউজারের মধ্যে অপেরা মিনি বাদে অন্য কোন ব্রাউজারেই লেখা যায়না।
আপনি কোন ফোন ব্যবহার করছেন সেটা জানান
আমি পিসির কথা বলছি। আমার পিসিতে গুগল ক্রম এবং মজিলা ফায়ারফক্স এ বাংলা লিখতে পারি না।
অপেরা মিনি সাধারনত মোবাইলে চলে, আপনি কম্পিউটার এ বাংলা লেখার জন্য কোনো সফটওয়ার কি ব্যবহার করছেন ? যদি করে থাকেন, তাহলে সেটার ইউনিকোড (যদি বিজয় কিবোর্ড ব্যবহার করেন, আর অভ্র হলে অটো ইউনিকোড হবে ) এ বাংলা লেখা লাগবে । আর আপনার অপারেটিং সিসটেম কতো ? প্রয়োজনে এই পোষ্ট টি দেখে ফোন্ট নামিয়ে ইউজ করতে পারেন
https://kivabe.com/questions/shonar-bangla-%E0%A6%AB%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%87%E0%A6%89%E0%A6%9C-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC/
ভাই আপনার সমস্যার কি সমাধান হয়েছে? সেইম সমস্যায় আমিও অনেকদিন ধরে ভুক্তভোগী। শুধুমাত্র অপেরা জিএক্স দিয়ে বাংলা লিখতে পারছি। এটা নিয়ে ইন্টারনেটেও কোন সমাধান পাচ্ছি না।
আপনি কোন অপারেটিং সিসটেম ব্যবহার করছেন ? একটু বিস্তারিত জানান …
উইন্ডোজ ১০ এর নোটপ্যাড/অফিস/ হোয়াট’স এ্যাপ এ বিজয় ৫২/ অভ্র দিয়ে সহজেই বাংলা লিখা যাচ্ছে। কিন্তু কিছুতেই ব্রাউজারে বাংলা লিখতে পারছি না। সব ব্রাউজারেই একই সমস্যা। সিয়াম/সোলেমান সব ট্রাই করসি। লাভ হয়নি।
এমন তো হবার কথা নয়, আপনার ব্রাউজার তো আপটুডেট তাই না ?
ভাই আপনার মতো সমস্যায় আমিও পড়েছি আপনি কি এর সমাধান পেয়েছেন?
আমার সমস্যার সমাধান পেয়েছি।
আপনারা কি পিসিতে এন্টিভাইরাস ব্যবহার করেন? যদি করেন তো কোন এন্টিভাইরাস ব্যবহার করছেন?
আমারো একই সমস্যা। কিন্তু বুঝতেসি না কিভাবে ঠিক হবে।
আমিও নোট প্যাড এ লিখে তারপর সেটা কপি করে ক্রোম ব্রাউসার এ পেস্ট করি।
ভাই আমার সেম সমস্যা। দুইটা কম্পিউটার দুইটাতেই এমন। বুঝতাছি না এমন হচ্ছে কেনো। সব তো ঠিকই আছে। মজিলা আর ক্রমো এই দুইটাতে বাংলা লিখতে গেলে হয় না অন্যথায় সব জায়গাতেই ইউনিকোড ব্যবহার করে বাংলা লেখা যায়।আমার অনেক সমস্যা হইতেছে কাজ করতে