কিভাবে অভ্র থেকে বিজয়ে বাংলা লেখা রুপান্তর করা যায়
আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ইউনিকোড (Unicode) কিংবা অভ্র (Avro) তে লেখাকে বিজয় বাংলায় রুপান্তর করা যায়। এই বিষয়টি নিয়ে এর আগে আমার নিজের ব্লগে একটি পোষ্ট দিয়েছিয়াম। যাই হোক, যা বলছিলাম, অভ্র একটি ফ্রিয়ার কিবোর্ড লেয়াউট যা দিয়ে ওয়েব মিডিয়ায় সবচেয়ে বেশি বাংলা লেখা হয়।
অভ্র দিয়ে যে বাংলা লিখা হয় তা আসলে ইউনিকোড বাংলা । ওয়েবে বেশি ব্যবহার হলেও প্রিন্ট মিডিয়াতে প্রায়ই বিজয় এ লিখার প্রয়োজন পড়ে । এ ক্ষেত্রে আমরা ছোট্ট একটি টুল ব্যবহার করবো যা অভ্র কিবোর্ডের সাথেই আপনার কম্পিউটারে যোগ হয় । তো চলুন ধাপে ধাপে দেখে নেয়া যাক । নিচে ভিডিও টিউটোরিয়াল ও আছে
ইউনিকোড থেকে বিজয় কনর্ভাটার ভিডিও টিউটোরিয়াল
[youtube id=”0-Xl_bam17s” align=”center” autoplay=”no” maxwidth=”728″]
কিভাবে অভ্র ইউনিকোড থেকে বিজয় কনভাটার বের করবো
নিচের ছবিটি দেখুন, যদি আপনার অভ্র কীবোর্ড টাস্ক প্যানে লুকানো থাকে তো নিচের মতো করে সেটিতে যান ।

How to Open Unicode to Bijoy Text Converter
Unicode to Bijoy text converter এ ক্লিক করলে নিচের মতো Avro Unicode to Bijoy Converter উইন্ডোটি আপনার সামনে আসবে । এইটির সাহায্যেই আমরা ইউনিকোডে লেখা বাংলাকে বীজয়ে কনর্ভাট করবো ।

Avro Unicode to Bijoy Converter
আর যদি আপনার অভ্র কীবোর্ড টাস্ক প্যানে লুকানো না থাকে তাহলে নিচের ছবির মতো করে আপনি Avro Unicode to Bijoy Converter উইন্ডোটি খুলে নিতে পারেন ।

Open Unicode to Bijoy Converter from Bar View
Avro Unicode to Bijoy Converter উইন্ডোটি আমাদের সামনে, এবাং চলুন বাকি কাজটি শেরে ফেলি
কিভাবে লেখা কনর্ভাট করবো
আপনি চাইলে MS Word এ আগে থেকে লিখে রেখে সেই লেখা এখানে ( নিচের ছবির উপরের বক্সে ) নিতে পারেন কিংবা সরাসরি এখানেও লিখতে পারেন । আমি এখানেই লিখবো …

Finlay Convert Unicode Text using Avro Unicode to Bijoy Text Converter
উপরের বক্সে “প্রিয় বন্ধুরা, আজ আমরা দেখবো কেমন করে অভ্রতে লিখা বাংলাকে বিজয় এ রুপান্তর করা যায়।” লিখে Convert to Bijoy encoding >> তে ক্লিক করার পর তা নিচের বক্সে বিজয়ে কনর্ভাট হয়ে আছে । এবং এই লিখাকে কপি করে একটি ওয়ার্ড ডকুমেন্টে নিলাম । কিন্তু প্রাথমিক ভাবে এই লিখা গুলো হযবরল অবস্থায় থাকে । আসলে এবার আমাদের বিজয় ফন্ট লিখাটিতে সেট করতে হবে ।

Converted Text in Word Document
ওয়ার্ড ডকুমেন্টে পেস্ট করা লেখাগুলো সিলেক্ট করে লেখার ফন্ট পরিবর্তন করে বিজয় ফন্ট ( SutonntyMJ ) সেট করে নিন । দেখবেন নিচের মতো দেখাচ্ছে এবার আপনার কনর্ভাট করা লেখা ।

After Setting SutonnyMJ Bijoy Font
অনেকেই প্রশ্ন করে থাকেন
অভ্র দিয়ে বিজয় এ লিখবো কিভাবে
আসলে অভ্রতে লেখা বাংলা বিজয়ে কনর্ভাট বা রুপান্তর করা যায়, কিন্তু সরাসরি বিজয়ে লেখা যায়না । আর কনর্ভার করার পুরো পদ্ধতিটি ই আমরা উপরে তুলে ধরেছি ।
আশা করি আপনারা ও সহজেই এখন এই কাজটি করতে পারবেন । এর পরও কারো সমস্যা হলে নিচে কমেন্টে আমাদের জানাতে ভুলবেননা । আমরা আছি আপাদের পাশেই
অনেক ভালো লাগল আসলে এই বিষয়টা সবার জানা দরকার। আমরা এখন সবাই অভ্র ব্যবহার করে থাকি।
ধন্যবাদ আপনার মতামতের জন্য ।
আমি বাংলা লেখার সময় বাম পাশে বাংলা বিভিন্ন অপ্শন দেখতে চায়, মাঝে বাংলা কথিন শব্দ লেখা আসেনা। তাই লেখার সময় বিভিন্ন অপশন থাকলে আমি যে কোন একটা বেচে নিতে পারব।
সেটা কোন ডিভাইস এ ? মোবাইল নাকি কম্পিউটার এ ? কম্পিউটার এ হলে দেখে নিতে পারেন http://kivabe.com/bangla-likhbo-kivabe/
অভ্র থেকে বিজয়ে জরুরি, ম্রু, তরু, আল্লা, পাল্লা ইত্যাদি কীভাবে লিখবো?
এই লেখাটি দেখে নিন । অভ্র কিবোর্ড দিয়ে বিজয় এর বাংলা লেখার পদ্ধতি এখানে পাবেন https://kivabe.com/how-to-write-with-sutonnymj-font-using-avro-keyboard/
onek onek dhonnobad!
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এইরকম তথ্য দেয়ার জন্য