কিভাবে ফেসবুক একাউন্ট হ্যাকিং থেকে রক্ষা করবো
বিভিন্ন ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে প্রতিনিয়তই ছড়াচ্ছে বিভিন্ন অপ্রীতিকর ছবি ও ভিডিও । আর যার একাউন্ট হ্যাক হচ্ছে, তিনি পড়ছেন, ভীষণ অপ্রীতিকর পরিস্থিতিতে এবং এর প্রতিকার করতেও অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে । আবার অনেকেই এই একাউন্ট ছেড়ে দিয়ে নতুন একাউন্ট তৈরি করছেন । কথায় বলে প্রতিকারের থেকে প্রতিরোধই উত্তম । তো চলুন আজ আমরা জেনে নেই কিভাবে ফেসবুক একাউন্ট হ্যাকিং থেকে রক্ষা করবো ।
১। একটি শক্তিশালী ফেসবুক পাসওয়ার্ড তৈরী করে হ্যাকিং থেকে রক্ষা
শক্তিশালী ফেসবুক পাসওয়ার্ড হল সাইবার অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ করার প্রথম ধাপ, যা আপনার ফেসবুক একাউন্টটিকে সূরক্ষিত রাখতে সহায়তা করবে। শক্তিশালী পাসওয়ার্ডগুলি তৈরি এবং নিরাপদ করতে এই টিপসগুলি অনুসরণ করুন৷একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরী করার নিয়ম জানতে ও শিখতে ক্লিক করুন একটি শক্তিশালী ফেসবুক পাসওয়ার্ড তৈরী করার নিয়ম।
২। নিজের একাউন্টটিকে ফিশিং পদ্ধতির হ্যাকিং থেকে রক্ষা
ফিশিং পদ্ধতি হল বহুল আলচিত একটি হ্যাকিং পদ্ধতি। একে ছদ্মবেশি ফেসবুক লগ ইন পদ্ধতিও বলা হয়ে থাকে। হ্যাকাররা Facebook homepage এর মত হুবহু একটি ওয়েব পেজ ডিজাইন করে। এভাবে তারা একটি ফাঁদ পেতে বসে। এরপর তারা Facebook এর নোটিফিকাশন ই মেইলের মত করে আপনার ই মেইল একাউন্টে email পাঠায়। সাধারনত, ওই email টিতে তারা উল্লেখ করে যে আপনার Facebook এ কেউ ছবি tag করেছে। ঠিক এর নিচেই তারা লিঙ্ক প্রদান করে। এই লিঙ্কে ক্লিক করা মাত্র তাদের ওয়েব সাইটের সেই নকল Facebook homepage খুলে যায় এবং আপনার username ও password প্রদান করতে বলে। তাই ভুল করে অনেকেই এই প্রতারনার্ স্বীকার হয়ে নিজের অজান্তেই তার username ও password প্রদান করে। এভাবেই তারা আপনার Facebook এর username ও password সংগ্রহ করে যা দ্বারা আপনি প্রতারিত হতে পারেন।
এখন প্রশ্ন হল, এ ধরনের হ্যাকিং থেকে রক্ষা পেতে আমাদের করনীয় কী?
প্রথমত, যেকোন সন্দেহজনক পেজে লগ ইন থেকে দূরে থাকুন। আর যে ক্ষেত্রে সতর্ক থাকবেনঃ
ক) লগ ইন বা সাইন ইন করার পূর্বে URL চেক করে দেখুন যে এতে https://www.facebook.com/ আছে কি না।
খ) এছাড়া প্রদত্ত লিঙ্কটির উপরে কার্সার পইন্টার আনলে স্ক্রিনের নিচে Destination address bar আসবে।
তাই লিঙ্কে ক্লিক করার আগে Destination address bar এ সঠিক URL আছে কিনা জেনে নিন। নিচে চিত্রে লাল বক্স এ Destination address bar টি দেখানো হলোঃ
গ) বিভিন্ন Facebook widgets যা নানা রকম ওয়েব সাইট বা ব্লগ থেকে অফার করা হয় তা গ্রহণ না করা।
৩। আপনার একাউন্টটিতে দুই স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় গড়ে তুলুন
আপনার একাউন্ট হ্যাকিং থেকে রক্ষা করার একটি অন্যতম উপায় হলো এর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করা। দুই স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় একটি নির্ভরযোগ্য ব্যবস্থা। কিভাবে আপনার একাউন্টটিতে দুই স্তর বিশিষ্ট নিরাপত্তা SETTING করবেন তা নিচে দেওয়া হলোঃ
এই কাজটি খুব সহজেই আপনি করতে পারেন। প্রথমে আপনার Facebook Account এ মেনু বারের ডান দিকের ডাউন এরোতে Click করুন (ছবিতে 1)। দেখুন তার ঠিক নিচেই একটি Option Menu বেড়িয়ে আসবে। Option Menu টি থেকে Setting option নির্বাচন করুন। উপরের চিত্রে লাল কালির 1 ও 2 দ্বারা উল্লেখিত দুটি কাজই দেখানো হয়েছে।
এখন, নিচের চিত্রের মত স্ক্রিনের বাম পাশের Security option এ click করুন। এবার Security Setting ডায়লগ বক্স থেকে login Approvals অপশনের ডান দিকের Edit বাটন click করুন।
এখন, নিচের চিত্রের মত Login Approvals অপশনে Require a security code to access my account from unknown browsers এর বাম পাশের ছোট ক্লিপ বক্সটিতে click করুন ।
এরপর দেখুন, নিচের চিত্রের মত Login Approvals অপশনের একটি ডায়লগ বক্স খুলে যাবে। এ বক্সটি থেকে নিচের Get Started অপশনটি ক্লিক করুন (ছবিতে 6)।
এখন, set up your phone’s security codes নামের একটি ডায়লগ বক্স আসবে। আপনার ফোনটি যদি Android, iphone অথবা ipod হয় তাহলে প্রথম অপশনটি নির্বাচন করুন। আর আপনার ব্যবহৃত ফোনটি যদি অন্য ক্যাটাগরির হয়ে থাকে তাহলে other অপশনটি নির্বাচন করুন। এরপর নিচের চিত্রের ৮ নং এর দেখানো continue অপশনটি নির্বাচন করুন।
এরপর দেখুন, নিচের চিত্রের মত Alternative Security Code Delivery নামের একটি ডায়লগ বক্স খুলে যাবে। এর সাথে আপনার মোবাইলে Facebook থেকে একটি কোড পাঠান হবে। নিচের চিত্রে প্রদর্শিত 9 নং বক্সের মধ্যে আপনার মোবাইলে প্রেরিত কোড নাম্বার টি প্রবেশ করান। এই বক্সের ঠিক ডান পাশের লেখাটি যদি একটি টিক চিহ্নসহ It worked! শব্দটি আসে তাহলে বুঝবেন আপনি সঠিক কোডটি বসিয়েছেন। আর ভুল কোড বসালে একটি কাটা চিহ্নসহ Try again শব্দ আসবে। ভুল হলে সঠিক কোডটি পূনরায় বসান। এরপর ১১ ন্ং চিহ্নিত continue এ click করুন ।
এভাবেই কিছু ধাপ অনুসরন করার মধ্য দিয়েই আপনার ফেসবুক একাউন্টটিতে দুই স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা SETTING করতে পারবেন। মনে রাখবেন আপনার ফেসবুক একাউন্টটি একটি গুরুত্বপুর্ন বিষয় যা আপনার বৈশ্বয়িক পরিচয় বহন করে। তাই এটি নিরাপদে রাখুন।
জোস ্এডমিনকে অনেক অনেক ধন্যবাদ । এত সুন্দর পোষ্ট দেয়ার জন্য ।
কোডটি কী করে পাঠাবে? মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে আসবে কি? নাকি অন্য কোন ভাবে?
sms করে পাঠাবে, দেখে নিন http://kivabe.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95-2-step-verification/
ভাই এটা তো কম্পিউটার এ করার সিস্টেম মোবাইলে করার সিস্টেম টা যদি দিতেন ভালো হতো