HTML br ট্যাগ এবং br ট্যাগের ব্যবহার
আমরা ওয়েবে সাধারনত বিভিন্য Paragraph গুলো p tag এর মধ্যে রাখি । আর লিখাগুলো এক লাইন শেষ হলে অটো পরের লাইনে চলে আসে । কিন্তু এমন যদি হয় যে আপনি চাচ্ছেন যে প্রথম লাইনে দুই বা তিন টি ওয়ার্ড রেখে পরের লাইনে যাবেন !! ঠিক সেই ক্ষেত্রে লাগবে আমাদের HTML br ট্যাগ .
সাধারণত HTML br ট্যাগ ওয়েব পেজে লাইন ব্রেক কিংবা লাইন ভাঙ্গার ক্ষেত্রে ব্যবহার করা হয়। <br> ট্যাগের কোন ক্লজিং ট্যাগ নেই। এই ট্যাগটি html এলিমেন্টের যেকোন জায়গার ব্যবহার করা যায়। তো নিচের অংশে এর ব্যবহার দেখে নেই।
HTML br ট্যাগ এর উদাহরন
<div class="main">
<h2>This is a HTML br tag...!</h2>
<p> Use for <br> HTML br tag.... </p>
</div>
উপরের প্রথম অংশে div ট্যাগ ও class এর ভেলু দেয়া আছে। আবার div ট্যাগের মধ্যে h2 হেডিং এবং প্যারাগ্রাফ p ট্যাগ। p ট্যাগের ভিতরে br ট্যাগ ব্যবহার করা হয়েছে। এরপর কোডগুলো ব্রাউজারে রান করলে নিচের মতো দেখা যাবে।
উপরের ছবিটিতে দেখুন। p ট্যাগের মধ্যে br ট্যাগ ব্যবহার করার কারনে নিচের অংশে দুইটি লাইন দেখা যাচ্ছে। সাধারণত br ট্যাগ ব্যবহার করার মূল কারণ হচ্ছে লাইনকে ব্রেক করানো।
HTML br ট্যাগ এর ব্যবহার
- <br> tag, যে কোন ট্যাগের মধে বসানো যায় ।
- এটি line break করাতে ব্যবহার করা হয় ।
- একাধিক লাইন ব্রেক করতে চাইলে একাধিক <br> tag ব্যবহার কতে হবে ।
- এটি paragraph কে বিভক্ত করেনা, শুধু নতুন লাইন ই করে ।
- এর কোন Closing Tag নে, তাই এটি Pare tag ও না ।