এপ্লিকেশন সফটওয়্যার কি ??

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিএপ্লিকেশন সফটওয়্যার কি ??
Yousuf asked 6 years ago

এপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে জানতে চাই 


1 Answers
Imran Hossain answered 6 years ago

এপ্লিকেশন সফটওয়্যার বলতে কম্পিউটার ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে এবং নির্দিষ্ট কাজ সম্পদনা করা থাকে তাকে এপ্লিকেশন সফটওয়্যার বলে । একে শুধু এপ্লিকেশন বা এপ (app) ডাকা হয়। কম্পিউটার অ্যাপ্লিকেশন তাই অপারেটিং সিস্টেম, সিস্টেম ইউটিলিটি, প্রোগ্রামিং ভাষা, ইত্যাদির চেয়ে আলাদা। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সাধারণত ব্যবহারকারীকে টেক্স্‌ট, সংখ্যা কিংবা ছবি নিয়ে বিভিন্ন কাজ করার সুযোগ দেয়। উদাহরণ হতে পারে একাউন্টিং সফটওয়্যার, অফিস সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার, বিভিন্ন মিডিয়া প্লেয়ার ভিডিও এবং অডিও।এপ্লিকেশন সফটওয়্যার যে কম্পিউটার প্লাটফর্মে ব্যবহার করে তার উপযোগী করে বানানো হয় যাতে সেটা প্লাটফর্মের সাথে সহজে কাজ করতে পারে। 


Your Answer

16 + 18 =

error: Content is protected !!