কুয়েরি কি? এবং কিভাবে কুয়েরি ফাইল তৈরি করা যায়

প্রশ্ন উত্তরCategory: Questionsকুয়েরি কি? এবং কিভাবে কুয়েরি ফাইল তৈরি করা যায়
Shakib asked 7 years ago


2 Answers
Imran Hossain answered 7 years ago

সাধারণত ডেটা বেজে প্রচুর পরিমানে ডেটা সংক্ষন থাকতে পারে। আর এই প্রচুর ডেটা তত্থ্যর মধ্যে থেকে প্রয়োজনীয় রের্কড কিংবা রের্কড সূমহেকে খুঁজে বের করাকে ডেটা কুয়েরি বলা হয়। কোন ডেটা কুয়েরির জন্য যুক্তি মূলক এক্সপ্রেশন দিয়ে র্শত নির্ধারণ করে দেওয়া হয়। যেমন, কোন একটি ডেটা-টেবিলে কিছু নাম দেওয়া আছে, Dhaka শহর নামক একটি ফিল্ডে বিভিন্ন শহরের নাম নাম আছে। এক্ষেত্রে রের্কডের ফিল্ডের মান Mirpur দেওয়া আছে, সে রের্কডগুলোর কুয়েরি করার জন্য Dhaka = mirpur রকম এক্সপ্রেশন তৈরি করা যায়।


কুয়েরি ফাইল তৈরি করার নিয়ম

ডেটা ফাইলকে খুব দ্রুত এবং খুব সহজে খুঁজে বের করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকেই কুয়েরি বলে।
কুয়েরি ফাইল তৈরি করার জন্য মাইক্রোসফট অ্যাক্সেস প্রোগ্রাম ব্যবহার করা হয়।

Md Shariar Sarkar Staff answered 7 years ago

ধন্যবাদ ইমরান ভাই, আমি একটু এড করতে চাই । সেটি হলো আপনি জানতে চাচ্ছেন কুয়েরি কি এবং কিভাবে কুয়েরি ফাইল তৈরি করে । তো কুয়েরি (Query) অর্থ হচ্ছে খোজা । যে কোন কিছু খোজাই কুয়েরি । আর পরের প্রশ্ন কুয়েরি ফাইল কিভাবে তৈরি করে ।


আপনি কি কুয়েরি করবেন সেটা জানতে পারলে ভালো হতো । উপরে ইমরান ভাই মাইক্রোসফট একসেস প্রোগ্রামের কথা বলেছে । এখন আবার অন্য ডাটাবেজেও হতে পারে !

সঠিক প্রোগ্রামেন নাম জানলে আরো বিস্তারিত আলোচনা করা যায় ।

ধন্যবাদ

Your Answer

12 + 7 =

error: Content is protected !!