প্রিন্ট মিডিয়া কি ?

প্রশ্ন উত্তরCategory: সাধারণপ্রিন্ট মিডিয়া কি ?
Samiul asked 6 years ago

প্রিন্ট মিডিয়াতে আসলে কি কি ডিজাইন এর কাজ করা হয় এবং প্রিন্ট মিডিয়া কি ? 


2 Answers
Md Shariar Sarkar Staff answered 6 years ago

প্রিন্ট মিডিয়া কি ?

প্রিন্ট মিডিয়া বলতে বোঝায় সেই সমস্ত কিছু যা প্রিট করে তৈরি করা হয় । যেমন আমাদের খুব পরিচিত খবরের কাগজ প্রিন্ট মিডিয়ার অংশ । আবার আমরা যে বই পড়ি, সেগুলোও তো প্রন্ট করাই তাই না ?


মিডিয়া বলতে বোঝায় মাধ্যম, আর যে মাধ্যম প্রিন্ট বা ছাপার সাথে যুক্ত, তাই প্রিন্ট মিডিয়া ।

কি কি ডিজাইন এর কাজ করা হয়?

বই এর কাভার বা প্রচ্ছদ ডিজাইন, প্যান ব্যানার ডিজাইন, বিজ্ঞাপন ডিজাইন, কার্টুন ডিজাইন সহ আরো অনেক কিছু । সাধারনত ইলাস্ট্রেটর দিয়ে এই ধরনের ডিজাইন গুলো করা হয়ে থাকে এবং এরা CMYK কালার ব্যবহার করে থাকে ।

Ibtihaz ahmed answered 3 months ago

প্রিন্ট মিডিয়া সেই মিডিয়ার সাথে সম্পর্কিত যা শারীরিক চেহারা বা কাগজ বা মুদ্রণ যেমন সংবাদপত্র, ম্যাগাজিন, প্যামফলেট, ব্রোশার এবং বই। এই সব জিনিসপত্র প্রিন্ট মিডিয়ার অধীনে আসে.


এখানে দুটি ধরণের প্রভাব রয়েছে একটি ইতিবাচক এবং অন্যটি নেতিবাচক। সবার আগে কথা বলা যাক;

ইতিবাচক প্রভাব:

1. জ্ঞান ছড়িয়ে দেওয়া

2. শিক্ষাগত প্রভাব কারণ বইগুলি মূলত একজন সুপরিচিত এবং সুশিক্ষিত লেখকদের দ্বারা লেখা।

3. ব্যক্তিগত মতামত গঠন

4. ঐতিহাসিক রেকর্ড

নেতিবাচক প্রভাব:

1. পরিবেশগত প্রভাব: কাগজ কাঠ থেকে আসে, ছাপার জন্য আমাদের গাছ কাটতে হবে যা পরিবেশের উপর নেতিবাচক প্রভাব সৃষ্টি করে।

2. সীমিত অ্যাক্সেসযোগ্যতা: শারীরিক চেহারার কারণে সীমাবদ্ধতা।

Your Answer

13 + 13 =

error: Content is protected !!