আগ্নেয়গিরি কি?
অনেক পাহাড়ের চুড়োতে গহবর (Crater) থাকে । সেই গহবর দিয়ে জ্বলন্ত পাথর ও ধাতু গলা অবস্থায় বেরিয়ে আসে । যেমন ইট ভাটার চিমনি দিয়ে ধোঁয়া বের হয় । এই সব পাহাড়ের উপরের গবহর দিয়ে তেমনি ছাই, ধোঁয়া , গলা পাথর ধাতু ইত্যাদি বেরিয়ে চার দিকে ছড়িয়ে পড়ে এদেরকে বলা হয় আগ্নেয়গিরি ।
আগ্নেয়গিরির সৃষ্টির কারণ
পৃথিবীর উপরক্ত শক্ত খোসাকে বলা হয় ভূত্বক । আর তার নিচের সাংঘাতিক গরম আর তরল পদার্থ আছে । তাকে বলা হয় ম্যাগমা । ভূত্বকের উপর কোন ফাটল পেলে, কিংবা কোন কাঁচা জায়গা পেলে তা ফাটিয়ে ম্যাগমার উপর বেরিয়ে আসে । গলিত অগ্নির ভূমিকে ভেদ করে ভূ-পৃষ্টে উঠে ছড়িয়ে পড়ে স্তূব বা পাহাড়ের আকারে জমে যায় । এই রকম স্তূপ বা পাহাড়গুলোকেই আমরা বলি আগ্নেয়গিরি কারণ ।
নিচের অংশে আগ্নেয়গিরির ছবি দেখানো হয়েছে ।